Wednesday 8 July 2015


বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে 
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম 
আমি হাজার বর্ষা রাত.

আমাকে তুমি ভালবাসনা বলে 
দুঃখ আমি অবশ্যই পাই
কিন্তু তাতে বিষাদ ই শুধু আছে
এছাড়া কোনো যাতনা জ্বালা নাই..

Cute but Meaningful eye contacting ব্যপারটা খুব অসাধারণ একটা art আমার কাছে | 
একটা অসাধারণ অনূভূতিও | 
মানুষের সমস্ত অনুভূতি তার চোখে লেখা থাকে |
 আবেগ, ভালবাসা, মমতা ...... 
আর কেউ একজন সেই নিঃশব্দ অনুভূতিগুলোকে ঠিক ততোটাই আবেগ দিয়ে, ভীষণ ভালবাসায় , 
আকাশ অসীম মমতা নিয়ে চোখে চোখ রেখে বুঝে নিচ্ছে... 
কি অপূর্ব সুন্দর ......

"কি অদ্ভুত অবস্থা ! ভালবাসা নিয়ে একজন স্পর্শ করছে | অন্যজন সেই স্পর্শ ফিরিয়ে দিতে পারছে না |"
-হুমায়ুন আহমেদ
 (কবি
)

অণুকাব্য-১০


তোমার যখন নিদ্রা ভাঙে ,
সব ভুলে যাও তুমি
একলা আমি প্রখর রোদে 
তপ্ত মরুভূমি...
গত জন্মের যত কথা
এ জন্মে যাও ভুলে
জাতিস্মর এই আমি
ভাসছি অকূলে

পথ চেয়ে নেই


আমি আর তোর পথ চেয়ে নেই 
এখন আর তোর কথা ভাবি না 
আমি আর তোকে নিয়ে ভেবে ভেবে 
শত নিশি রাত ভোর করিনা 
এখন আর তোর মায়া মাখা মুখের 
মিছে ছলনায় পৃথিবী ভুলিনা 
মনে মনে তোর সাথে আর 
অহর্নিশি কথা বলি না 



 (Chorus)
আমি এখন একা হাঁটতে শিখেছি 
না না তোকে আর মনে পড়ে না 
তোর স্মৃতি গুলো মনে করে আর 
অঝোরে অশ্রু ঝরে না.....(২) 

ভালবাসার সমার্থক মানেই 
আমি এখন আর তোকে বুঝি না 
আমি আর তোর চোখে রেখে চোখ 
পৃথিবীর সব সুখ খুজি না 

আমি এখন একা হাঁটতে শিখেছি 
না না তোকে আর মনে পড়ে না 
তোর স্মৃতি গুলো মনে করে আর 
অঝোরে অশ্রু ঝরে না. (২) 

খুব প্রিয় চেনা তোর স্বর শুনে 
আমার এখন আর ধ্যান ভাঙ্গেনা 
তোর শত রাগে অভিমানেও 
আমার আর কিছু যায় আসে না....


আমি এখন একা হাঁটতে শিখেছি 
না না তোকে আর মনে পড়ে না 
তোর স্মৃতি গুলো মনে করে আর 
অঝোরে অশ্রু ঝরে না. (২) 


আমায় তোমার হাতটা ধরতে দিও
ছুঁয়ে দেখব স্পর্শটুকু কেমন
কখনও যদি একলা ফেলে যাও 
বুঝতে পারব কতটা হয় দহন
তোমার চোখে দুচোখ রাখতে দিও
চেয়ে দেখব কেমনতর মায়া
তোমায় ছাড়া বাঁচতে যাওয়া মানে 
আমার ভেতর আমি বিহীন কায়া
পাশাপাশি হাঁটব তোমার সাথে
আঙুল থাকবে আঙুল দিয়ে বোনা
অনিমেষে দেখব তোমার হাসি
ঘুমের ঘোরেও তোমার আনাগোনা
অসম্ভব এক ইচ্ছে মনের ভেতর
আবার যদি জন্ম নেয়া যেত
এই জীবনে একটু খানিক সময়
এক জনমে বাসব ভাল কত
এমন কতক ইচ্ছে তোমায় নিয়ে
জমিয়ে রাখা অবুঝ শিশুর মত
আমায় নিয়ে তোমারও কি আছে ?
সঙ্গোপনে যদি জানা যেত
আমার যখন একলা লাগে ভীষণ
অনেক খুঁজেও পাইনা তোমায় কাছে
আমার মত ক'জন আছে এমন
অহর্নিশি অলীক সুখে বাঁচে.....

ভালবাসার জন্য কেউ একজন নতজানু হচ্ছে , তার ভীষন আরাধ্য কারো সামনে |
 কি অসাধারন এক দৃশ্যকাব্য..... !
দেখতে ইচ্ছে করে....
এমনটা ভীষন দেখতে ইচ্ছে করে.

অণুকাব্য-৭

তুমি স্বপ্ন নিয়ে বিভোর থাক
আমি তোমার কেউ নই
শুধু যেদিন তুমি অশ্রু ফেলো
সেদিন তোমার সাথী হই
তুমি নিদ্রাঘোরে মগ্ন থাক
আমি বহু দূরের ভিনদেশী
তবু তুমি যদি ডাকো,
বিষাদে ডুবে থাকো
মুহুর্তে তোমার কাছে আসি.

কালো যমুনাতে যাও গো রাধে
কাহারও টানে....
যারও লাগি অঙ্গ জ্বলে 
সে কি জানে


এমন বিধান এই দুনিয়ার 
হয়না হিসাব দুঃখ ব্যথার
যাহার বেদন সেই গো জানে
না বোঝে কেউ আর..