Wednesday 8 July 2015

ভুলে যাওয়া আর ভুলে থাকা , দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার |
 প্রথমটিতে কর্তার উদাসীনতা ছাড়া আর কোন প্রতিভার দরকার পড়ে না | 
কিন্তু ভুলে থাকতে অভিনয়ে অসাধারণ দক্ষতা থাকা লাগে | 

আর কষ্ট কুরুক্ষেত্র জয়ের সমান...


একলা একা প্রজাপ্রতি 

ভুলে যায় ওড়ার কথা
ডানায় তার ভর করেছে
বিষণ্ণ এক নীরবতা
কি যে শুন্য শুন্য লাগে তুমিহীনা
হৃদয় হারায় চেনা ঠিকানা.... 
কতটা আছ জীবন জুড়ে 
সে তো তুমি জানো না

মনের ওপর জোর খাটিয়ে আপনি শুধুমাত্র যোগাযোগ বন্ধ করে থাকতে পারবেন | 
কিন্তু ভুলে থাকতে পারবেন না...

একটা সম্পর্কে যে অপেক্ষাকৃত কম ভালোবাসে সে তত সুবিধাজনক অবস্থানে থাকে | মরণ হয় শুধু যে খুব বেশী ভালোবাসে তার..

ভালবেসে শুধু বীজ বুনলেই হয়না | দায়িত্ব নিয়ে যত্ন করতে হয় বীজ থেকে গাছ টা জন্মাবার জন্য.....
যত্ন আর মায়া না থাকলে সে ভালবাসার কোন মূল্য নেই..... অযথাই..

কাউকে খুব করে ভালবেসে বিনিময়ে তার কাছ থেকেও ভালবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা টা মানুষের সহজাত প্রবণতা | 
আর তা না পাওয়া টা হচ্ছে চিরন্তন বাস্তবতা..

কিছু কিছু মানুষের কাছে ভালবাসা নেহায়েৎ
একটা অপ্রয়োজনীয়, অহেতুক, তুচ্ছব্যাপার | 

ভালবাসা ছাড়াও এরা দিব্যি বেঁচে থাকতে পারে|
এমনকি কারো প্রচন্ড ঘৃণা নিয়ে ও......
বলিহারি এদের | ঈশ্বর এদের মঙ্গল করুন 

মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে | আর তখন খুব সামান্য সময়ের জন্যে কখনও কখনও মনে হয় একটা স্নেহপূর্ণ কাঁধ খুব প্রয়োজন মাথাটা একটু এলিয়ে দেবার জন্যে | তীব্র ইচ্ছে হয়.......
কিন্তু পর মুহূর্তেই নিজেকে বলি অন্যের কাঁধের জন্যে অপেক্ষা নয় , নিজের কাঁধটাকে আরো শক্ত কর | 

আরো যে অনেক ভার বইতে হবে

অণুকাব্য-১৪


এই যদি হয়, এত পরিচয়
থাকেনা তোমার স্মরণে
এত অভিমান, এত ব্যথা গান
ছোঁয় না তোমার হৃদকোণে
তবে চলে যাও , দূরে সরে যাও
এসো না আর এই পথে
নেই অভিযোগ, বিষাদী অনুযোগ
ভালই থাকব কোন মতে

ভীষণ রকম মন খারাপ হলে কিংবা অস্থির
লাগলে আমার মাইলের পর মাইল
লক্ষ্যহীন হেঁটে যেতে ইচ্ছে করে ,
নিশিতে পাওয়া মানুষের মত |
সেটা হতে পারে সুনসান পথ
কিংবা হাজার মানুষের ভীড়..

বেঁচে থাকো | টিল ইওর লাস্ট ব্রেথ.... বেঁচে থাকার মত বেঁচে থাকো | মরে যাবার অনেক আগেই মরে যেও না | 
তোমার কাউকে দরকার না ই পড়তে পারে কিন্তু কারও হয়ত তোমাকে ভীষণ দরকার হতে পারে বেঁচে থাকবার জন্য..... 

ঈশ্বর হয়ত সে জন্যই তোমায় নিশ্বাস নিতে দেবার কৃপাটুকু করছেন