Sunday 2 August 2015


পাগলা কুকুরে কামড় দিলে জলাতঙ্ক
বলে একটা রোগ হয়।
রোগী পানি দেখলেই চ্যাঁচায়।
কি আচানক!! কামড় দেয় কুকুরে কিন্তু
রোগী ভয় পায় পানি।
তেমনি আরো একটা রোগ আছে
লাভোফোবিয়া।
এই রোগে ছ্যাঁকা দেয় একজনে কিন্তু
বেচারা ভুক্তভোগী ফের
ভালবাসতে ভয় পায় দুনিয়ার
সবাইকেই...

Saturday 1 August 2015

যারা কাউকে খুব করে ভালবাসতে
জানে, বেশীরভাগ মানুষ ই সেই মানুষ
গুলারে ঘোল খাওয়াতে ভাল বাসে,
আনন্দ পায়।
খুব বেশিই পায়...
"আমার জন্য কেউ পাগল' এই জিনিসটা
দেখতে সবারই মজা লাগে খুব।
এই সব পাগল নাচানোর লোভ
অধিকাংশ মানুষই সামলাতে
পারেনা...

আজ তোমারে দেখতে এলেম
অনেক দিনের পরে,
ভয় করো না, সুখে থাকো,
বেশীক্ষণ থাকবো নাকো,
এসেছি দণ্ড দুয়ের তরে।।
দেখবো শুধু মুখখানি,
শুনাও যদি শুনবো বানী,
না হয় যাবো আড়াল থেকে
হাসি দেখে দেশান্তরে।

-রবীন্দ্রনাথ

অব্যক্ত আকুতি নিয়ে আঙ্গুলগুলো
দুহাতের মুঠোয় পুরে, চুপচাপ বসে
থাকবার কেউ একজন থাকতে হয়।
সমুদ্র গভীর ভালবাসায় জল টলমল চোখ
নিয়ে, চোখে চোখ রাখবার কেউ
একজন থাকতে হয়.....

কিছু কিছু মানুষ একান্তই আমার
জেনেও তাদের কাছ থেকে দূরে
থাকতে ইচ্ছে করে,
কিছু জিনিস চাইলেই পাব জেনেও
নিতে ইচ্ছে করেনা।

অণুকাব্য-২৩

চোখে ভাসে তোর সেই হাসি মুখ
আমি মাঝ পথে যাই থমকে
বেখেয়ালি মন ফেরে খেয়ালে
তাই হঠাৎ উঠি চমকে
থাকি নির্বাক খুব নিশ্চুপ
শুধু চিন্তার ঝড় মগজে
আমি বুঝে যাই এই জন্মে
তোকে হবে না ভোলা সহজে

মানুষের কস্টের পরিমাণ তার
ভালবাসার পরিমাণের সমানুপাত
হয়...
যত খানি ভালবাসা তত খানি কস্ট।
কস্ট মোটেও না হলে ভালবাসাও
তেমনই ছিল...

Thursday 30 July 2015

অণুকাব্য-২২

এই এলোমেলো হাঁটা রাস্তায়
শত ভাবনারা দেয় শাস্তি
মনে পড়ে যায় কোন একদিন
তুইও আমাকে ভালবাসতি
ছিল ভালবাসা, নাকি অভিনয়!
আমি ভেবে ভেবে হই ক্লান্ত
আর হৃদয়টা হয় ব্যথাতুর
চোখে দৃষ্টিটা বিভ্রান্ত...

বেদনা মাধুর্যে গড়া তোমার শরীর
অনুভবে মনে হয় এখনও চিনিনা
তুমিই প্রতীক বুঝি এই পৃথিবীর
আবার কখনও ভাবি অপার্থিব কিনা।

-সুনীল গঙ্গোপাধ্যায়
(তুমি)

Sunday 26 July 2015

তুমি জানো নাই- আমি তো জানি,
কত টা গ্লানিতে এত কথা নিয়ে,
এতো গান, এত হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি....
--রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

বুকের ভেতর জোছনা থাকে মেঘ
শেখাল
চাঁদ শেখাল পুড়তে জানা অসম্ভবে
খুব নীরবে কাঁদছে যেজন ভীষণ তাপে
কে দেখেছে তাহার দহন, কখন কবে?
--সাদাত হোসাইন

Wednesday 22 July 2015

রাত বিরেতে বৃষ্টি ভেজায় সঙ্গ দেবার
কেউ একজন থাকতে হয়।
নিজের প্রতি নিয়ম করে অনিয়ম করলে
ঝারি দিয়ে শাসন করবার কেউ একজন
থাকতে হয়....