মন খারাপ থাকলে খুব প্রিয় কারও কথা মনে পড়বে। কিন্তু দেখবেন ভাল থাকলে আরো বেশী করে মনে পড়বে.....
Monday, 17 August 2015
Sunday, 16 August 2015
Wednesday, 12 August 2015
Saturday, 8 August 2015
Monday, 3 August 2015
Sunday, 2 August 2015
অণুকাব্য-২৪
কেউ না মোছাক আমার চোখের জল
কেউ না ফোটাক সুখের শতদল
আমারে কেউ নাই বা বাসুক ভালো
কেউ না জ্বালুক ঘোর আঁধারে আলো
Saturday, 1 August 2015
যারা কাউকে খুব করে ভালবাসতে
জানে, বেশীরভাগ মানুষ ই সেই মানুষ
গুলারে ঘোল খাওয়াতে ভাল বাসে,
আনন্দ পায়।
খুব বেশিই পায়...
"আমার জন্য কেউ পাগল' এই জিনিসটা
দেখতে সবারই মজা লাগে খুব।
এই সব পাগল নাচানোর লোভ
অধিকাংশ মানুষই সামলাতে
পারেনা...
আজ তোমারে দেখতে এলেম
অনেক দিনের পরে,
ভয় করো না, সুখে থাকো,
বেশীক্ষণ থাকবো নাকো,
এসেছি দণ্ড দুয়ের তরে।।
দেখবো শুধু মুখখানি,
শুনাও যদি শুনবো বানী,
না হয় যাবো আড়াল থেকে
হাসি দেখে দেশান্তরে।
-রবীন্দ্রনাথ
অব্যক্ত আকুতি নিয়ে আঙ্গুলগুলো
দুহাতের মুঠোয় পুরে, চুপচাপ বসে
থাকবার কেউ একজন থাকতে হয়।
সমুদ্র গভীর ভালবাসায় জল টলমল চোখ
নিয়ে, চোখে চোখ রাখবার কেউ
একজন থাকতে হয়.....
কিছু কিছু মানুষ একান্তই আমার
জেনেও তাদের কাছ থেকে দূরে
থাকতে ইচ্ছে করে,
কিছু জিনিস চাইলেই পাব জেনেও
নিতে ইচ্ছে করেনা।
অণুকাব্য-২৩
চোখে ভাসে তোর সেই হাসি মুখ
আমি মাঝ পথে যাই থমকে
বেখেয়ালি মন ফেরে খেয়ালে
তাই হঠাৎ উঠি চমকে
থাকি নির্বাক খুব নিশ্চুপ
শুধু চিন্তার ঝড় মগজে
আমি বুঝে যাই এই জন্মে
তোকে হবে না ভোলা সহজে
Thursday, 30 July 2015
অণুকাব্য-২২
এই এলোমেলো হাঁটা রাস্তায়
শত ভাবনারা দেয় শাস্তি
মনে পড়ে যায় কোন একদিন
তুইও আমাকে ভালবাসতি
ছিল ভালবাসা, নাকি অভিনয়!
আমি ভেবে ভেবে হই ক্লান্ত
আর হৃদয়টা হয় ব্যথাতুর
চোখে দৃষ্টিটা বিভ্রান্ত...