দূরে গেলে কাছে ফেরা সহজ মনে হয়
একবার দূরে গেলে ফেরা সহজ নয়
যদিওবা দূরে যেতে যেতে মনে হয়
ফিরব না হয় যখন আবার আবার মন চায়
একবার দূরে গেলে ফেরা সহজ নয়....
Wednesday, 9 September 2015
Tuesday, 8 September 2015
জানতে ইচ্ছা করে না এই ব্যপারটা এক রকম
আর জানতে ইচ্ছা করে কিন্তু কিছুতেই
জিজ্ঞেস করতে পারিনা এইটা আবার
পুরো আরেক রকম... এক নয় মোটেই।
দুইটা সম্পূর্ণ আলাদা অনুভূতি।
যাদের দশা দ্বিতীয় অংশটার মত, তাদের
মত দুর্ভাগা খুব কম আছে।
কারণ এদের হয় উভয় সংকট। এরা ভালও
থাকতে পারেনা, ভাল যে নেই সেটা
প্রকাশ ও করতে পারেনা।
Saturday, 5 September 2015
Wednesday, 2 September 2015
Thursday, 27 August 2015
ভালো থেকো
আমি তোমার সামনে হাঁটু মুড়েই বসি,
আমার মাথা অবনতই থাক।
ঘৃণায় অথবা অলস অনিচ্ছায়...
একটাও কথা না বলে,
কিছুক্ষণ চুপচাপ বসে থাকি।
অপ্রকাশিত সহস্র অভিযোগ
ভেতরেই জমা থাকুক
অনেক দিনের ক্লান্ত চোখ
অশ্রু আড়ালে রাখুক।
অভিমানে নয়, সহজাত অভ্যেসে।
শেষ মুহুর্তে একবার শুধু মুখ তুলে তাকানো,
নিমেষ তরে এক টুকরো নির্লিপ্ত হাসি...
উঠে আসবার সময় কিছু না বলেও,
চোখে চোখ রেখে জানিয়ে দেয়া -
"ভাল থেকো"
Tuesday, 25 August 2015
Monday, 24 August 2015
Sunday, 23 August 2015
কেউ ভাল না বেসেও শুধু অভিনয় দিয়ে
কাছে ঘেঁষে আর কেউ বুকের ভেতর
সমুদ্র গভীর ভালবাসা নিয়েও দূরে
থেকে যায়...
প্রথম দল কখনও ভালবাসেনা, কিন্তু
"বাসে" এই মিথ্যে টা বোঝাবার ভণিতা
করে শুধু।
আর দ্বিতীয় দল কখনও ভালবাসাটা প্রকাশ
করে না, বরং অনুভূতিগুলো আড়াল করার
চেষ্টা করে যায় আজীবন।
কারো মনে সদ্যই সৃষ্টি হওয়া ক্ষতে মায়া
বা সহানুভূতির প্রলেপ বুলিয়ে দিতে
যেতে নেই।
অন্তত তাকে তো নয়ই যে কিনা তার
ব্যথাটা ভুলে থাকতে সক্ষম বা ভোলার
প্রাণপণ চেষ্টা করছে...
কারণ এতে করে তাকে নতুন করে মনে
করিয়ে দেয়া হয়, যে তার একটা ভীষণ
যন্ত্রণাময় গভীর আঘাত আছে।
অন্ধকার ভয় পেয়ে চোখ বন্ধ করে
ফেললে তাতে আলো আসবেনা
কখনই....
বরং চোখ মেলে রাখুন, ধীরে ধীরে
অন্ধকারটা সয়ে এলে আবছা হলেও
অনেকটা দেখতে পাবেন....
তেমনি খুব কাছের কেউ হারিয়ে
গেলেই জীবন কে বিদায় জানানোয়
কোন গৌরব নেই।
বরং কাউকে ছাড়াই বাঁচবার চেষ্টা করুন,
এক সময় অভ্যেস হয়ে যাবে ধীরে
ধীরে...
"কেউ আপনাকে অস্বীকার করার মানে
হল সে আপনার যোগ্যতাকে অস্বীকার
করল"
কিন্তু আসলেই কি তাই?
উহুম, এর মানে হল সে স্বীকার করল যে,
সে নিজে আপনার যোগ্য নয়.....
খুব বেশী অন্যায় করে চলে গেলেও
ভালবাসার মানুষ টিকে ভাল না বেসে
পারিনা আমরা।
এত এত ভালবাসা হঠাৎ করে উধাও করে
দিলে কি পরিমাণ যে ফাঁকা ফাঁকা লাগে
তা শব্দ দিয়ে বোঝানোর সাধ্যই নেই
আমাদের।
শুধু হৃদয় দিয়ে আর নি:শ্বাস নেবার সময় অনুভূত হওয়া তীব্র কষ্ট টা দিয়ে নিজে কিছুটা
আন্দাজ করতে পারি।
সে যে জায়গা টুকু জুড়ে ছিল সেখান
থেকে সে চলে গিয়েও কি করে কি করে যেন
থেকে যায়। চাইলেও সরানো যায় না।
আর গেলেও ঐ যে ভাল না বেসে পারি না আমরা।
এই বদ অভ্যেসের কারণে হৃদয়ের শূন্যস্থান,
আরো বেশী ভালবেসে পূর্ণ
করি, আরো বেশী অনুভব করে হৃৎপিন্ডের ক্ষতটাকে বাড়াতে থাকি...