তাহারেই পড়ে মনে,
ভুলিতে পারি না কোনো মতে।
- সুফিয়া কামাল
( তাহারেই পড়ে মনে)
Tuesday, 15 September 2015
যতবার তোমাকে "ভালবাসি" বলতে তীব্র ইচ্ছে হয়েছে...
ততবার আমি শব্দটি লিখেছি।
দেয়ালে, কাগজে, ধুলোয়, বাতাসে কখনওবা জলে...
বারংবার.. কিন্তু তোমাকে বলতে যাইনি...
Monday, 14 September 2015
কেউ কোন একজনকে ছাড়া থাকতেই
পারবেনা এটা খুব হাস্যকর আর নিম্নমানের
একটা চাপাবাজি।
কেউ ইচ্ছে করলেই থাকতে পারে আর
কেউ বা থাকতে বাধ্য হয়। কিন্তু থাকতে
ঠিকই পারে।
প্রথম জন সমস্যা সৃষ্টি করে আর দ্বিতীয় জন
অন্যের সৃষ্টি করা সমস্যা ভোগ করে। এই শুধু
পার্থক্য....
কারো মঙ্গলার্থে যে দীপ
জ্বেলেছিলাম,
অমঙ্গলের আশংকা হলে সে দীপই
আমি আবার অবলীলায় নিভিয়ে
দিতে পারি, পারব...
ইচ্ছে হলেই সহস্রবার "ভালবাসি" বলা
যাবে এমন কেউ একজন থাকতে হয়।
"আমার ভীষণ কষ্ট হচ্ছে" অসংকোচে এই স্বীকারোক্তি টুকু দেয়া যাবে এমন কেউ একজন থাকতে হয়....
ঈশ্বরের সাথে কখনও আমার কথোপকথন
হওয়ার সুযোগ হলে তাকে একটা মাত্র প্রশ্ন করতাম, অবশ্যই তাকে
জিজ্ঞেস করতাম,
"আমি কি কখনো ভাল থাকব? একটুও? "
ইচ্ছে মতন সাধ মিটিয়ে ভালবাসবার কেউ একজন থাকতে হয়..
কারো সব টুকু দায়িত্ব আর যত্নের ভার তৃপ্তি সহকারে নেয়া যাবে এমন যোগ্যতম কেউ একজন থাকতে হয়....
আপনি যার কোত্থাও নেই, যার কাছে আপনার জন্য কোন স্থান ও খালি নেই সেখানে থাকার জন্য আপনি ব্যকুল হয়ে থাকবেন।
আর যে কিনা আপনাকে রাখার জন্য ব্যকুল, আপনাকে ছাড়া যে স্থান শূন্য সেখানে আপনি থাকতে চাইবেন না,।