Saturday 19 September 2015

অনেক কিছু জানলেই কিছু না জানার ভান করে বসে থাকা যায়,  থাকাটা সহজ।
কিন্তু সত্যি সত্যিই না জানলে এটা প্রায় অসম্ভব। সব জানার আকুলতায় "জানিনা কিছু" এই ভাব টা ঢেকে রাখা যায় না।

ও আমার গাল দুটো টেনে দিয়ে বলল ,
"ফিরে যে আসিবেনা ভোলো তাহারে,
চাহো তাহার পানে দাঁড়ায়ে যে
দ্বারে। "
আমারও ওকে পংকজ উদাসের থেকে ধার
করে দু লাইন শুনিয়ে দিতে ইচ্ছে করল, "
কি করে আমি বোঝাব আর, কাউকে তো
মন দ্বিতীয় বার, দেবার নেবার নেই
অধিকার, কি করে আমি বোঝাব আর"

ভালবাসতে বাসতে চোখে জল এনে
দেবে, এমন কেউ একজন থাকতে হয়।
" একটা মানুষ এত কি করে ভালবাসে",
এই কথাটা অনুভব করাবার কেউ একজন
থাকতে হয়...

Friday 18 September 2015

যাকে আমি ডিজার্ভ করিনা তাকে আমি চাইও না।
আমি যাকে ডিজার্ভ করি তাকে না পেলেও চলবে। কিন্তু এমন কাউকে চাই যে অবশ্যই আমাকে ডিজার্ভ করে।

'আমাকে খোঁজো না তুমি বহুদিন -
কতদিন আমিও
তোমাকে
খুঁজি নাকো; - এক নক্ষত্রের নিচে তবু -
একই আলো
পুথিবীর পারে
আমরা দুজনে আছি; পুথিবীর পুরনো
পথের রেখা হয়ে যায়
ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও
একদিন মরে যেতে হয়,
হয় নাকি? - বলে সে তাকাল তার
সঙ্গিনীর দিকে;
আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ
কার্তিকে
প্রাণ ভরে গেছে।
দুজনে আজকে তারা চিরস্থায়ী
পুথিবী ও আকাশের
পাশে
এবার প্রথম এল মনে হয়- যেন কিছু চেয়ে
কিছু একান্ত
বিশ্বাসে।

-জীবনানন্দ দাশ

Tuesday 15 September 2015

তাহারেই পড়ে মনে,
ভুলিতে পারি না কোনো মতে।
- সুফিয়া কামাল
( তাহারেই পড়ে মনে)

যতবার তোমাকে "ভালবাসি" বলতে তীব্র ইচ্ছে হয়েছে...
ততবার আমি শব্দটি লিখেছি।
দেয়ালে, কাগজে, ধুলোয়, বাতাসে কখনওবা জলে...
বারংবার.. কিন্তু তোমাকে বলতে যাইনি...

কে জানে গো বারে বারে
কেন স্মৃতি জাগে
ছিঁড়ে যাবে বাঁধা বীণা
বুঝিনি তো আগে....

Monday 14 September 2015

কেউ কোন একজনকে ছাড়া থাকতেই
পারবেনা এটা খুব হাস্যকর আর নিম্নমানের
একটা চাপাবাজি।
কেউ ইচ্ছে করলেই থাকতে পারে আর
কেউ বা থাকতে বাধ্য হয়। কিন্তু থাকতে
ঠিকই পারে।
প্রথম জন সমস্যা সৃষ্টি করে আর দ্বিতীয় জন
অন্যের সৃষ্টি করা সমস্যা ভোগ করে। এই শুধু
পার্থক্য....

কারো মঙ্গলার্থে যে দীপ
জ্বেলেছিলাম,
অমঙ্গলের আশংকা হলে সে দীপই
আমি আবার অবলীলায় নিভিয়ে
দিতে পারি, পারব...

ইচ্ছে হলেই সহস্রবার "ভালবাসি" বলা
যাবে এমন কেউ একজন থাকতে হয়।
"আমার ভীষণ কষ্ট হচ্ছে" অসংকোচে এই স্বীকারোক্তি টুকু দেয়া যাবে এমন কেউ একজন থাকতে হয়....