তুমি বরং তার সঙ্গেই থাকো,
যার সঙ্গে তোমার ভীষণ যায়।
আমি না হয় মানিয়ে নেওয়া শিখে,
থাকবো না আর তুমুল অপেক্ষায়...
- ইশতিয়াক আহমেদ
অনেকেরই হয়ত এমন কেউ না কেউ থাকে বা ছিল, যার সাথে প্রচন্ড ইচ্ছে করলেও কথা শুরু করা হয়না,
আর শেষ করতে ইচ্ছে করবেনা বলে..