তব মুখখানি খুঁজিয়া ফিরি গো
সকল ফুলের মুখে,
ফুল ঝরে যায় তব স্মৃতি
জাগে কাঁটার মতন বুকে.....
--কাজী নজরুল ইসলাম
Sunday, 8 January 2017
Saturday, 7 January 2017
আমরা দুজন ছিন্ন নাটাই, ভিন্ন সুতোয় দুইটি ঘুড়ি
ভিন্ন আকাশ, ভিন্ন ছুতোয়, ভিন্ন চাওয়ায় দুজন উড়ি,
সমান্তরাল দুইটি রেখা দুই কালিতে আমরা টানা
আমরা দুজন থাকবো দুই-ই, এক হবো না, এক হবো না...
- ফয়সাল ফেরদৌস
যদি বাসোই - তসলিমা নাসরিন
তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি
বাসো,
তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন
সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে
ভালোবাসো!
আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!
যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না
যে ভালোবাসো!
ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে
একবারও তো বললো না যে ভালোবাসো!
এ কীরকম ভালোবাসা গো! কেবল আমার
সামনেই নাচো!
এরকম তো দুয়োর বন্ধ করে চুপি চুপি তুমি যে
কারও সামনেই নাচতে পারো।
আমি আর বিশ্বাস করছি না, যতই বলো।
আগে আমাকে পাখিরা বলুক, গাছেরা গাছের
পাতারা ফুলেরা বলুক,
আকাশ বলুক, মেঘ বৃষ্টি বলুক, রোদ বলুক চাঁদের
আলো বলুক, নক্ষত্ররা বলুক,
পাড়া পড়শি বলুক, হাট বাজারের লোক বলুক,
পুকুরঘাট বলুক, পুকুরের জল বলুক যে
তুমি ভালোবাসো আমাকে!
শুনতে শুনতে যখন আর তিষ্ঠোতে না পারবো তখন
তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশ
লোককে দেখিয়ে চুমু খাবো, যা হয় হবে।
ভালোবাসা কি গোপন করার জিনিস! দেখিয়ে
দেখিয়েই তো
শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয়।
ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব
করবো, ধেই ধেই নাচবো, নাচাবো,
সুখবর বুঝি আমরা চারদিকে ঢোল বাজিয়ে
জানিয়ে দিই না!
জুইঁফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে
ভালোবাসো, সেদিনই কিন্তু তোমাকে
বলবো যে
তোমাকেও বাসি, তার আগে একটুও নয়।
Friday, 6 January 2017
দুই ধরনের মানুষকে আমি নিজে থেকে ছেড়ে চলে আসি কিংবা আমাকে ছেড়ে যেতে দেই বা নিজেই যেতে বলি -
.
১. যাদের লাইফে আমি সবসময় থাকতে পারবনা।
.
২. যারা আমার লাইফে সব সময় থাকবেনা ।
কোন "একজন" ভালবাসেনি বলে মরে যাবার কথা না ভেবে,
বরং কেউ না কেউ একজন ভাল না বাসা অব্দি বেঁচে থাকবার পণ করা উচিত...
পৃথিবীতে "তুমি" ই একমাত্র মানুষ নয় যার ওপর কোন রকমের কোন অধিকার নেই।
অথচ আর সবার বেলায় কিচ্ছুটি মনে না হলেও ঐ এক "তুমি" এর বেলায় কষ্টে হৃদস্পন্দনের বারোটা বেজে তেরোটার কাটা ঝুলতে থাকে...
প্রত্যেকটা মানুষের হৃদয় একেকটা ভালবাসার সমুদ্র, শুধু সেই শান্ত সমুদ্রে ঝড় তুলবার কেউ একজন থাকতে হয়...