Being any kind of happy is better than being miserable about someone you can't have ever.
- Leah Clearwater
(Breaking Dawn)
Friday, 3 February 2017
Tuesday, 31 January 2017
Monday, 30 January 2017
Friday, 27 January 2017
Wednesday, 25 January 2017
বিস্মৃত নাম
আমার কি মনে হয় জানো?
আজ থেকে অনেক অনেক বছর পর, যখন তোমার চাকরি হবে,
সংসার হবে, সন্তান হবে,
নিয়ম করে পাশে শোয়া মানুষটাকে ভালবাসতে হবে,
নিছক দায়িত্বের টানে ফুসরতহীন ব্যস্ততা হবে।
সেইদিন, তোমাকে প্রচন্ড ভালবেসেছে, অকারণে ভালবেসেছে,
সবচাইতে বেশী ভালবেসেছে,
তোমার জন্য বুকের বাঁপাশে
বিশুদ্ধতম অনুভূতি জমিয়ে রেখেছে,
এমন একটা মানুষের খোঁজ করতে গেলে সমস্তটা জীবন হাতড়ে একমাত্র আমার নামটাই তোমার মনে আসবে।
তোমার স্মৃতিতে থাকা সবচেয়ে বিস্মৃত নাম...
Sunday, 22 January 2017
Saturday, 21 January 2017
ভীষণ রকম মন খারাপ হলে কিংবা অস্থির
লাগলে আমার মাইলের পর মাইল
লক্ষ্যহীন হেঁটে যেতে ইচ্ছে করে ,
নিশিতে পাওয়া মানুষের মত |
সেটা হতে পারে সুনসান পথ
কিংবা হাজার মানুষের ভীড়..
কিছু কিছু মানুষ একান্তই আমার জেনেও তাদের কাছ থেকে দূরে থাকতে ইচ্ছে করে, কিছু জিনিস চাইলেই পাব জেনেও নিতে ইচ্ছে করেনা...