Monday 6 February 2017

আমি ডাকলেই কেন পিছু ফের?
ছেড়ে গিয়ে পিছু ডাকা পুরোনো স্বভাব-
চলে গেলে বুঝি-তুমি নাই
হৃদ জুড়ে তীব্র অভাব।
চলে গিয়ে কেন ফিরে আস?
কেন ফের চোখে রাখ চোখ?
জান এই সেই চণ্ডাল আমি
তবু চুম্বনে মোছ
অধরের শোক
- সৌমেন অনন্ত

Saturday 4 February 2017

তোমাকে আশীর্বাদ করছি

তোমাকে আশীর্বাদ করছি,
তুমি আমার বিকল্প খুঁজে পাবেনা কখনও।

তোমাকে এরপর যে যত ভালইবাসুক,
আমাকে ভেবে তোমার মনে হবে,
"ওর মত অত ভাল তো বাসেনা।"
সে যত ভালই হোক, তুমি ভাববে,
"সেই ওর মত তো নয়",
"কি যেন একটা  নেই,
কোথায় যেন মস্ত ফাঁকি।"
যত ভালবাসাই পাও,
তুমি তাতে তৃপ্তি পাবেনা কোনদিন।

তুমি যত পাবে, তত মনে হবে
তোমার যা পাওয়ার তা তুমি পাওনি।
যা পেয়েছো সব মিথ্যে, ভুল।

আমার জন্য তোমার
বুক ভরে হাহাকার লাগবে,
চেতনে-অবচেতনে।
তুমি জানবে, আমি নেই।
তবু তুমি আমাকে চাইতেও পারবেনা।

আমৃত্যু কখনো যেন,
তুমি আমার বিকল্প খুঁজে না পাও,
অতৃপ্তি যেন থাকে।

তোমাকে ভালোবেসে - জীবনানন্দ দাশ

আজকে ভোরের আলোয় উজ্জল
এই জীবনের পদ্মপাতার জল;
তবুও এ জল কোথায় থেকে এক নিমিষে এসে
কোথায় চলে যায় ;
রাত ফুরুলে পদ্মের পাতায়।
আমার মনে অনেক জন্ম ধরে ছিলো ব্যথা
বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা;
হয়েছো তুমি রাতের শিশির-
শিশির ঝরার স্বর
সারাটি রাত পদ্মপাতার পর;
তবুও পদ্মপত্র এ জল আটকে রাখা দায়।
নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবুও চঞ্চল
পদ্মপাতায় তোমার জলে মিশে গেলাম জল;
তোমার আলোয় আলো হলাম,
তোমার গুণে গুণ;
অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করূণ
জীবন ক্ষণস্থায়ী তবু হায়।
এই জীবনের সত্য তবু পেয়েছি এক তিল;
পদ্মপাতায় তোমার আমার মিল।
আকাশ নীল, পৃথিবীএই মিঠে,
রোদ ভাসছে, ঢেঁকিতে পাড় পড়ে;
পদ্মপাতার জল নিয়ে তার- জল নিয়ে তার নড়ে;
পদ্মপত্রে জল ফুরিয়ে যায়।

Friday 3 February 2017

Being any kind of happy is better than being miserable about someone you can't have ever.
- Leah Clearwater
(Breaking Dawn)

Tuesday 31 January 2017

যে মানুষটা জন্য আপনি অনায়াসে পুরো পৃথিবীটা এড়িয়ে যাবেন, সে মানুষটাই আপনাকে সবচেয়ে বেশী এড়াবে, কারণে অকারণে এড়াবে। দীর্ঘতম সময় ধরে এড়িয়ে যেতেই থাকবে।

Monday 30 January 2017

মুগ্ধ করার ক্ষমতা অনেকেরই আছে।
কিন্তু তার কাছে সেই মুগ্ধতা প্রকাশ করার পর, একটা ম্যাচিওর রিঅ্যাক্ট কিংবা বিহ্যাভ করার মত যোগ্যতা অধিকাংশেরই থাকেনা

Friday 27 January 2017

আমি মনে কিছু পুষিয়া রাখিতে চাইনা,
আমি ভুলিতেই চাই, কিন্তু ভুলিতে দেয় না যে
- চোখের বালি

Wednesday 25 January 2017

বিস্মৃত নাম

আমার কি মনে হয় জানো?
আজ থেকে অনেক অনেক বছর পর, যখন তোমার চাকরি হবে,
সংসার হবে, সন্তান হবে,
নিয়ম করে পাশে শোয়া মানুষটাকে ভালবাসতে হবে,
নিছক দায়িত্বের টানে ফুসরতহীন ব্যস্ততা হবে।
সেইদিন, তোমাকে প্রচন্ড ভালবেসেছে, অকারণে ভালবেসেছে,
সবচাইতে বেশী ভালবেসেছে,
তোমার জন্য বুকের বাঁপাশে
বিশুদ্ধতম অনুভূতি জমিয়ে রেখেছে,
এমন একটা মানুষের খোঁজ করতে গেলে সমস্তটা জীবন হাতড়ে একমাত্র আমার নামটাই তোমার মনে আসবে।
তোমার স্মৃতিতে থাকা সবচেয়ে বিস্মৃত নাম...

Sunday 22 January 2017

"কেমন আছো" এ বাক্যটি সব সময় শুধু উত্তর জানবার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়না | কখনও কখনও প্রশ্নকর্তা নিজেই ভাল নেই এটা প্রকাশ করবার জন্যেও ব্যবহৃত হতে পারে . . . . .

Saturday 21 January 2017

ভীষণ রকম মন খারাপ হলে কিংবা অস্থির
লাগলে আমার মাইলের পর মাইল
লক্ষ্যহীন হেঁটে যেতে ইচ্ছে করে ,
নিশিতে পাওয়া মানুষের মত |
সেটা হতে পারে সুনসান পথ
কিংবা হাজার মানুষের ভীড়..

কিছু কিছু মানুষ একান্তই আমার জেনেও তাদের কাছ থেকে দূরে থাকতে ইচ্ছে করে, কিছু জিনিস চাইলেই পাব জেনেও নিতে ইচ্ছে করেনা...

যাকে আমি ডিজার্ভ করিনা তাকে আমি চাইও না।
আমি যাকে ডিজার্ভ করি তাকে না পেলেও চলবে। কিন্তু এমন কাউকে চাই যে অবশ্যই আমাকে ডিজার্ভ করে।

Friday 20 January 2017

কিছু কিছু মানুষের থেকে দূরে থাকলে কষ্ট লাগে, কিন্তু সাথে থাকলে আরও বেশী কষ্ট লাগে।
কারণ এই মানুষগুলোর সাথে থাকা অবস্থাতেও মাঝে যে বিস্তর দূরত্ব থাকে তা লাগে অসহনীয়।