মানুষ সহজে নিজেকে বদলায় না।
হয় সে ভান করে যে বদলে গেছে,
নয়ত বদলানোর আগের রূপ টা ভান ছিল।
Monday, 10 July 2017
কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।
কিছু মানুষ জীবনে বিষফোঁড়ার মত।
থাকলে ব্যথা, ভেঙে ফেলে দিতে গেলে আরও ব্যথা। তবে ঐ ব্যথাটা সহ্য করে একবার যদি ফেলে দেয়া যায় তবে চিরতরে আরাম... নতুন করে আর না গজানো পর্যন্ত।
Tuesday, 20 June 2017
Wednesday, 24 May 2017
সে এখনো অসুখ হয়ে...
সে এখনও "অসুখ" হয়ে রয়ে গেছে,
কিন্তু আগের মত আর "পথ্য" হয়ে সাথে থাকেনা।
"তাকে" দেখাটা চোখের শান্তি।
কিছু মানুষ কখনও সামনে গিয়ে দাঁড়ায় না, চোখে চোখ রাখেনা, জীবনে কোন শব্দও বলেনা একবারও।
শুধু দূর থেকে দেখে যায়।
এদের কাছে, "তাকে" দেখাটা চোখের শান্তি।
Saturday, 18 March 2017
Wednesday, 15 March 2017
Thursday, 9 March 2017
Wednesday, 8 March 2017
Sunday, 5 March 2017
যাহারা পরমাত্মীয় তাহাদের
সঙ্গে সহজভাবের সম্বন্ধ দূর হইয়া গেলে, তাহাদিগকে পরের মত
অনায়াসে ফেলিয়া দেওয়া যায় না,
আবার প্রিয়জনের মতো অনায়াসে তাহাদিগকে গ্রহণ করা যায় না। তাহাদের সেই অত্যাজ্য আত্মীয়তা অহরহ ভাবের মতো বক্ষে চাপিয়া থাকে।
-চোখের বালি