Tuesday, 3 October 2017

কিছু কিছু বন্ধুত্ব (!!)

কিছু কিছু বন্ধুত্ব (!!) দেখলে সেটাকে বন্ধুর সম্পর্কের চেয়ে মনিব-ভৃত্যের সম্পর্কই মনে হয় বেশী।
লোকে অবশ্য এদের প্রেমিক-প্রেমিকাও ভাবে ।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।

আমরা আমাদের যোগ্য সহচর খুঁজি।
কিন্তু যোগ্যতায় যে আমার সমান ,
সে তো আমার সহচর হবেনা।
সে হবে প্রতিদ্বন্দ্বী।

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে

ঈশ্বরের ছবি আঁকতে ইচ্ছে হয়েছিল, তিনি পৃথিবী বানালেন।
মুভি বানাতে ইচ্ছে হল,তাই মানুষ সৃষ্টি করলেন....
আর ভিডিও গেম খেলতে ইচ্ছে করলেই দুটো পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।

কেমন লাগে- পুলক অনিল

বুক পকেটেই থাকলো পড়ে কত্ত কী যে লিখেছিলাম,
দেখেও তোমার না দেখাতেই থাকতে একা শিখেছিলাম।
ভালো থেকো, ভালোয় থেকো যেমন তুমি ছিলে আগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
তোমার রিক্সা যায় উড়ে রোজ
বুকে কাঁপন তুলে
আমার হৃদয় বাঁধা পড়ে
তোমার এলো চুলে!
চুলে হারাই, ভুলে হারাই, ভুলেরা রাত জাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!
স্নানের ঘরে জলের তোড়ে
কান্নারা যায় মিশে,
কেউ দেখে না, কেউ জানে না
কষ্ট রাখি কিসে!
কষ্ট উড়াই, কষ্ট পুড়াই, দারুণ অনুরাগে,
কী আসে যায় আমার না হয় একটু কেমন কেমন লাগে!

Monday, 2 October 2017

মিলন গাঙ্গুলী

আইভরির মত বিবর্ণ এই শহরে আমরা হেঁটেছিলাম। পাশাপাশি।
সমুদ্রের নীলাভ রত্নের মত দামি স্মৃতি এখন সেটা
মরচে পরা সুখ দুঃখের কত কথা বলতাম ।
পথ হয়ে যেত স্বপ্নের মত ক্ষণস্থায়ী।
ভিক্ষুক, রুটিওয়ালা, সাধু সন্ত । আর কাঠ ফড়িঙের মত রিক্সা।
পরাজিত ল্যাম্পপোস্টের হলুদ আলোর নীচে দাঁড়িয়ে বলা হয়নি - ভালবাসি।