দুর্বল নই তাও প্রবল ক্লান্ত হয়ে আছি
আক্রমণের চোটে বিশ্বাস ভাসিয়েছি স্রোতে
ক্রমাগত সব হারাবে এ নিয়তি মানবার পরও
তোমাকে দেখেছি যত, চেয়েছি কৃষ্ণচূড়া হতে।
আঘাতে সবটা গেছে। প্রিয় আলো, মায়া, ঘুম, হাসি
অন্ধকারের পরে আলো দেখে ভয় পায় চোখ।
যে মানুষ প্রতিবার ভালবেসে হেরে যাচ্ছিল
মনে মনে সেই চায়- সকলের ঘর সুখী হোক...
বাইরে অনেক খ্যাতি। ভেতরে তো তোলপাড় ক্ষত
কাছে আসবার দাবি বহু জন বহু ভাবে করে
ভালমানুষির দায়- ফেরাতে পারিনি কোনোদিনই
অতএব ব্যবহার, ছুঁড়ে ফেলা ঠিক তারপরে৷
এসবের মাঝখানে হুট করে কেউ কেউ আসে
ভীতু মনটিকে কাছে নিয়ে বসে নিভৃতের জনই...
যাদের বসন্তদিন বহু আগে চুরি হয়েছিল
তাদের ব্যথাকে নিয়ে কোনোদিন কেউই ভাবো নি।
তুমি ভাবো, এটুকুই আজকের আঁধারে জরুরি
নির্বাসনের পরে কোনও দিন যদি ফেরা হয়,
আমার যেটুকু আলো, যতটুকু খ্যাতি তা তোমারই।
কেননা তুমিই বলো- দুঃখটা বড় কথা নয়
অতএব অভিমান ভেঙে গেল হাওয়াতে হাওয়াতে
হয়ত ক্লান্ত তবে এবার শক্ত হবো, দেখো...
যারা চলে যেতে চায়, তাদের যাবারই কথা ছিল
তোমাকে ভরসা করি। তুমি শুধু পাশটাতে থেকো।
আর যদি না চাও তো- বলে যেও, ব্যাস এতটুকু।
আটকানো যায় না যে শেখা হয়ে গেছে এ কথাটি...
একাই পারতে হয় তবু কেউ সাথে রয়ে গেলে
আমরা বাকিটা পথ তাকেই সঙ্গে নিয়ে হাঁটি।
ততটা শক্ত নই যতটা বাইরে থেকে লাগে...
আক্রমণের দিনে বিশ্বাস বয়ে যায় স্রোতে
ক্রমাগত সব হারাবে এ নিয়তি মানবার পরও
তোমাকে দেখছি যত, চাইছি কৃষ্ণচূড়া হতে