Wednesday, 15 July 2020

Wednesday, 8 July 2020

Saturday, 4 July 2020

Sunday, 7 June 2020

তুমি আমার- অণির্বাণ চৌধুরী

তুমি আমার ছেলেবেলার বাড়িটার মতো
… ভেতরে যাবার লোভ হয়।
বাড়ির ভিতরে দালান, দালান টপকে ঘর,
ঘরের ভিতরে আলো
দূঊর থেকে খেয়াল করি আমি; অস্ফুটে বাতাসকে বলি,
— একটু পর্দা ওড়াও ...
                              অপার ঐশ্বর্য্য দেখি ।

তুমি আমার ছেলেবেলার সাধন-ঘোষের বাগান
…. লিচু খাবার লোভ হয়।
আলো আঁধারি সবুজ, গায়ে ছাতিম ছাতিম গন্ধ,
ঘ্রাণে কুর্চি ফুলের আদর
স্মৃতি বিস্মৃতি পেরিয়ে উঁকি মারি, গাছের বাকল খসাই,
নিরাভরণ আঁচল ...
                        মৌসুমি অঙ্গ দেখি।

তুমি আমার স্নানঘরের বেআব্রু কুয়ো
পূর্ণিমা দেখার লোভ হয়।
দড়ি বাঁধা কলস, ছল ছলাৎ যৌবন,
টলটলে জল
জ্যোৎস্না রাতে হামলে পড়ি আমি, ফিসফিসিয়ে চাঁদকে বলি
— মধ্যাকর্ষণ বাড়াও …
                                প্রেমের জোয়ার দেখি ।

নিখোঁজ সংবাদ বেজে যাবে অথৈ প্রেমে
স্বপ্নের দুধের বাটি থেকে বিড়াল ফেরাবে মুখ;
প্রিয় বাড়িতে হবে না কোনো লিচুর বাগান
যার কোনো ঘর নেই,
তার স্নানঘরও নেই
বেআব্রু কুয়োটাই তার …
                                   বাঁচার পরিধি ।।

#অনিডায়েরী ১৫/০৪/২০১৯

লাইলাক ফুলের গল্প- ইরফানুর রহমান রাফিন

"পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল;-
এশিরিয়া ধুলো আজ-ব্যাবিলন ছাই হ'য়ে আছে।"

— সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ

মানুষ কীভাবে ভালোবাসতে হয় তা জানে না
আর দুনিয়ার আলোর চেয়ে মাতৃগর্ভের অন্ধকার ভালো
এইসব ভাবতে ভাবতে তুমি যখন চলে যাচ্ছো
তখন আকাশ ভেঙে পড়ে যাচ্ছে মাথার ওপর
প্রচণ্ড বাজ চমকাচ্ছে অন্ধকার হয়ে আসছে চারপাশ
যেনো মা প্রকৃতি তার প্রিয়তম মেয়েটির জন্য
এই নন্দিত নরকের সব আলো নিভিয়ে দিয়েছে

আমি তোমাকেই রিবিকা জেনে মরুস্বর্গে খুঁজে গেছি
তোমাকেই ফারমিনা ভেবে অপেক্ষার প্রতিশব্দ হয়ে গেছি
কার্সে তোমাকেই আইপেক হানুম হয়ে হাঁটতে দেখেছি

তোমাকে দেখে স্তালিনগ্রাদের কথা মনে পড়েছে আমার
মনে পড়েছে ইতালিয়ান পার্টিজানদের গানঃ বেলা চাও
লাইলাক ফুল, তুমি মানুষের প্রতিরোধের মতো সুন্দর!

আমি তোমাকে পুরনো মফস্বল শহরের মতো ভালোবাসি
যার বাতাসে কৈশোর রঙের ঘ্রাণ লেগে থাকে
তুমি
লন্ডনে যাও
প্যারিসে যাও
নিউইয়র্কে যাও
এই ঘ্রাণ পৃথিবীর আর কোথাও পাবে না...

মাস্কে মুখ ঢাকা মহিলারা যখন শেষবারের মতো
পৃথিবীর সবচেয়ে বোকা মেয়েটির স্মরণে জড়ো হচ্ছিলো
আমি তখন তুন্দ্রার মতো নির্জন হয়ে গেছিলাম
কয়েকটা লোক সশব্দে তোমার কবর খুঁড়ে চলেছিলো
বৃষ্টিতে ভিজতে ভিজতে, যেনো তারা দেবদূত মিখাইল
করুণার পাপে ডানা হারিয়ে মাটিতে নেমে এসেছে
তারপর সোজা একটা সিমেটারির ভেতর ঢুকে গেছে

প্রতিটা কোপ যেন আমার বুকের উপরে পড়ছিলো
আর মাটি কাটার শব্দকে মনে হচ্ছিলো হৃৎস্পন্দন
তখন কান্নার মতো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে

জীবনে নয়, আমি তোমাকে তোমার মৃত্যুতে পেয়েছিলাম।

০৫.০৬.২০২০

Monday, 25 May 2020

বোধ- পূর্ণেন্দু পত্রী

আমাকে ছুঁয়েছো তুমি
শরীর পেয়েছে প্রিয় রোদ
আমার যা কিছু ভেসে গিয়েছিল
কুয়াশার পারে
সব ফিরে পেয়ে যাব এই তৃপ্তিবোধ
আমাকে করেছে নীল পাখি।

খতিয়ান- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরে
উড়াও যদি নিভৃতে রুমালখানা
পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে
আমারই কেবল থাকবে না পথ জানা

টোকা দিলে ঝরে পড়বে পুরোনো ধুলো
চোখের কোণায় জমা এক ফোঁটা জল
কার্পাশ কেটে বাতাসে ভাসবে তুলো
থাকবেনা শুধু নিবেদিত তরুতল
.
কবিতাংশ-

প্রেম ভালবাসার দুএক টুকরো- ভাষ্কর চক্রবর্তী

তুমি যে আমার সংগে থাকলে না শেষ পর্যন্ত
সে জন্যে আমি দুঃখিত নই
আমি এখন বৃষ্টির ভাষা বুজতে পারি
রাত্রিবেলার ভাষা বুঝতে পারি
আমি নিজের ভাষায় শান্তভাবে
কাঁদতে পারি এখন
.
#কবিতাংশ

নেই কেন সেই পাখি- নির্মলেন্দু গুণ

দুঃখ সে নয় শুধুই আমার একার,
তোমারও কিছু অংশ আছে তাতে ।
নিবিড়ঘন ব্যথার পাশাপাশি,
তুমিও মিশে আছো আমার সাথে ।
দুঃখ সেও নেশার মতো লাগে
যদি ওটা তোমার দেওয়া হয়,
অন্য যতো দুখের কথা জানি
তার কিছুই চাওয়ার মত নয় ।
তুমি আমার ভিতর বাড়ি চেনো
তাই সহজে প্রবেশ করো মূলে,
যারা আসে সুখের স্মৃতি হতে;
হারায় তারা পথের হুলুস্হুলে।

Sunday, 10 May 2020

তোমার মুখ- বীরেন্দ্র চট্টোপাধ্যায়

আমার হাতের ওপর তোমার মুখটি
তুলে ধরলাম -----
দেখলাম, আবেগে বোজা তোমার চোখ ।....
দেখা হ'লো না ।

কতকবার বললাম তোমার কানে ,
কানে কানে ;----
দেখলাম,রক্তলাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ !....
দেখা হ'লো না ।

তোমার খোঁপা দিলাম খুলে,
জড়িয়ে নিলাম আমার মুখে,চোখে,বুকে ---
দেখলাম, পরসুখে দু-হাতে ঢাকা তোমার চোখ ।...
দেখা হ'লো না ।

যাবার সময়---
পার হয়ে যাচ্ছিলাম
একটি দুটি করে সব-কটি সিঁড়ি ।....
হঠাৎ ফিরে তাকালাম...
দেখলাম , চোখের জলে ভেজা তোমার চোখ !
দেখা হ'লো না !

Monday, 4 May 2020

অনুবাদ শায়েরী ৪

Zehaal-e miskeen
makun taghaaful
durraye naina
banaye batiya

-Amir Khusrau

Meaning:
Don't avoid my pain,
making fancy words,
taking away ur eyes off

Explanation :
You have a very teary painful gaze on ur beloved but she/he is staring to anywhere else but you and deceiving u with sweet but untrustworthy words.