মস্তিষ্ক হল বাড়ির বড় ছেলে,
গম্ভীর, হিসেবি, বাস্তবতা বোঝে
আর মন হল আদরের ছোট্ট মেয়ে;
আহ্লাদী, দস্যি, অবুঝ।
Monday, 20 July 2020
আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো। কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।
চাইলেই ঈশ্বর দিয়ে দেবেন, এমন হলে অনেক কিছু চাওয়া যায়।
তুমি যেন আমাকে ভালবাসো,
আমি যেন তোমাকে ভুলে যাই
কিংবা, প্রতিবার আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো, আমাকে খোঁজো।
কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।
Takeshi Kaneshiro
If memories could be canned, would they also have expiry dates? If so, I hope they last for centuries.
-Chungking Express (1994)
Sunday, 19 July 2020
অনুবাদ শায়েরী ১২
#শায়েরিনুবাদ
" স্পন্দন হলে পাথরকেও মানুষ হৃদয় ভেবে নেয়,
অথচ হৃদয়কেও হৃদয়তুল্য গড়তে
পুরো জীবন লেগে যায়।"
- বশীর বদর
অনুবাদ শায়েরী ১১
"এইটুকু তো হুঁশ রাখ যেন
প্রেম বেশুমার না হয়,
খোদা প্রিয়তম হয়ে যাক,
কিন্তু প্রেমিক যেন খোদা না হয়ে যায়।"
অনুবাদ শায়েরী ১০
"এবার তো অন্তত ভোলো তাকে,
সে কালেমা তো নয় যে ভুললে কাফের হয়ে যাবে। "
Wednesday, 15 July 2020
অনুবাদ শায়েরী ৯
"মানুষ হয়রান হয়ে যায়
একটা ঘর বানাতে গিয়ে,
তোমার একটু মায়াও হয় না
পুরো একটা গাঁও জ্বালিয়ে দিয়ে?"
- বাশীর বদর
অনুবাদ শায়েরী ৮
তোমাকে প্রার্থনায় দেখে চিন্তা হচ্ছে গালিব,
না জানি কী বিপদ হয়েছে,
যে খোদাকে মনে পড়ে গেল!
- মির্জা গালিব
Wednesday, 8 July 2020
অনুবাদ শায়েরী ৭
সব আয়নাই তো পাথরের আঘাতে ভেঙে যায়।
তবু পাথর নিজেই চুরমার হয়,
নিজের অমন একটা আয়না খুঁজতে খুঁজতে... 💔
-আল্লামা ইকবাল
Saturday, 4 July 2020
অনুবাদ শায়েরী ৬
"আমি তো তার চোখ দেখেই পাগল হয়ে গিয়েছি গালিব,
জানি না সে আয়না কি করে দেখে"
- মির্জা গালিব
Alex Rider- Episode 4
Change is never easy.
Change hurts.
But it can be for the better.
Sunday, 7 June 2020
তুমি আমার- অণির্বাণ চৌধুরী
তুমি আমার ছেলেবেলার বাড়িটার মতো
… ভেতরে যাবার লোভ হয়।
বাড়ির ভিতরে দালান, দালান টপকে ঘর,
ঘরের ভিতরে আলো
দূঊর থেকে খেয়াল করি আমি; অস্ফুটে বাতাসকে বলি,
— একটু পর্দা ওড়াও ...
অপার ঐশ্বর্য্য দেখি ।
তুমি আমার ছেলেবেলার সাধন-ঘোষের বাগান
…. লিচু খাবার লোভ হয়।
আলো আঁধারি সবুজ, গায়ে ছাতিম ছাতিম গন্ধ,
ঘ্রাণে কুর্চি ফুলের আদর
স্মৃতি বিস্মৃতি পেরিয়ে উঁকি মারি, গাছের বাকল খসাই,
নিরাভরণ আঁচল ...
মৌসুমি অঙ্গ দেখি।
তুমি আমার স্নানঘরের বেআব্রু কুয়ো
পূর্ণিমা দেখার লোভ হয়।
দড়ি বাঁধা কলস, ছল ছলাৎ যৌবন,
টলটলে জল
জ্যোৎস্না রাতে হামলে পড়ি আমি, ফিসফিসিয়ে চাঁদকে বলি
— মধ্যাকর্ষণ বাড়াও …
প্রেমের জোয়ার দেখি ।
নিখোঁজ সংবাদ বেজে যাবে অথৈ প্রেমে
স্বপ্নের দুধের বাটি থেকে বিড়াল ফেরাবে মুখ;
প্রিয় বাড়িতে হবে না কোনো লিচুর বাগান
যার কোনো ঘর নেই,
তার স্নানঘরও নেই
বেআব্রু কুয়োটাই তার …
বাঁচার পরিধি ।।
#অনিডায়েরী ১৫/০৪/২০১৯
লাইলাক ফুলের গল্প- ইরফানুর রহমান রাফিন
"পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল;-
এশিরিয়া ধুলো আজ-ব্যাবিলন ছাই হ'য়ে আছে।"
— সেইদিন এই মাঠ, জীবনানন্দ দাশ
মানুষ কীভাবে ভালোবাসতে হয় তা জানে না
আর দুনিয়ার আলোর চেয়ে মাতৃগর্ভের অন্ধকার ভালো
এইসব ভাবতে ভাবতে তুমি যখন চলে যাচ্ছো
তখন আকাশ ভেঙে পড়ে যাচ্ছে মাথার ওপর
প্রচণ্ড বাজ চমকাচ্ছে অন্ধকার হয়ে আসছে চারপাশ
যেনো মা প্রকৃতি তার প্রিয়তম মেয়েটির জন্য
এই নন্দিত নরকের সব আলো নিভিয়ে দিয়েছে
আমি তোমাকেই রিবিকা জেনে মরুস্বর্গে খুঁজে গেছি
তোমাকেই ফারমিনা ভেবে অপেক্ষার প্রতিশব্দ হয়ে গেছি
কার্সে তোমাকেই আইপেক হানুম হয়ে হাঁটতে দেখেছি
তোমাকে দেখে স্তালিনগ্রাদের কথা মনে পড়েছে আমার
মনে পড়েছে ইতালিয়ান পার্টিজানদের গানঃ বেলা চাও
লাইলাক ফুল, তুমি মানুষের প্রতিরোধের মতো সুন্দর!
আমি তোমাকে পুরনো মফস্বল শহরের মতো ভালোবাসি
যার বাতাসে কৈশোর রঙের ঘ্রাণ লেগে থাকে
তুমি
লন্ডনে যাও
প্যারিসে যাও
নিউইয়র্কে যাও
এই ঘ্রাণ পৃথিবীর আর কোথাও পাবে না...
মাস্কে মুখ ঢাকা মহিলারা যখন শেষবারের মতো
পৃথিবীর সবচেয়ে বোকা মেয়েটির স্মরণে জড়ো হচ্ছিলো
আমি তখন তুন্দ্রার মতো নির্জন হয়ে গেছিলাম
কয়েকটা লোক সশব্দে তোমার কবর খুঁড়ে চলেছিলো
বৃষ্টিতে ভিজতে ভিজতে, যেনো তারা দেবদূত মিখাইল
করুণার পাপে ডানা হারিয়ে মাটিতে নেমে এসেছে
তারপর সোজা একটা সিমেটারির ভেতর ঢুকে গেছে
প্রতিটা কোপ যেন আমার বুকের উপরে পড়ছিলো
আর মাটি কাটার শব্দকে মনে হচ্ছিলো হৃৎস্পন্দন
তখন কান্নার মতো মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে
জীবনে নয়, আমি তোমাকে তোমার মৃত্যুতে পেয়েছিলাম।
০৫.০৬.২০২০
Monday, 25 May 2020
বোধ- পূর্ণেন্দু পত্রী
আমাকে ছুঁয়েছো তুমি
শরীর পেয়েছে প্রিয় রোদ
আমার যা কিছু ভেসে গিয়েছিল
কুয়াশার পারে
সব ফিরে পেয়ে যাব এই তৃপ্তিবোধ
আমাকে করেছে নীল পাখি।