Tuesday, 21 July 2020

ব্যর্থ প্রেম - সুনীল বন্ধ্যোপাধ্যায়

অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

(কবিতাংশ)

Monday, 20 July 2020

সুখই একমাত্র জিনিস যেটা যেখানে হারায় সেখানে খুঁজলে পাওয়া যায় না।

সুখই সম্ভবত একমাত্র জিনিস যেটা যেখানে হারায় সেখানে খুঁজলে পাওয়া যায় না।

মন হল আদরের ছোট্ট মেয়ে; আহ্লাদী, দস্যি, অবুঝ

মস্তিষ্ক হল বাড়ির বড় ছেলে,
গম্ভীর, হিসেবি, বাস্তবতা বোঝে
আর মন হল আদরের ছোট্ট মেয়ে;
আহ্লাদী, দস্যি, অবুঝ।

আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো। কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।

চাইলেই ঈশ্বর দিয়ে দেবেন, এমন হলে অনেক কিছু চাওয়া যায়।
তুমি যেন আমাকে ভালবাসো,
আমি যেন তোমাকে ভুলে যাই
কিংবা, প্রতিবার আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো, আমাকে খোঁজো।
কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।

Sunday, 19 July 2020

Wednesday, 15 July 2020

Wednesday, 8 July 2020

Saturday, 4 July 2020