এই এলোমেলো হাঁটা রাস্তায়
শত ভাবনারা দেয় শাস্তি
মনে পড়ে যায় কোন একদিন
তুইও আমাকে ভালবাসতি
ছিল ভালবাসা, নাকি অভিনয়!
আমি ভেবে ভেবে হই ক্লান্ত
আর হৃদয়টা হয় ব্যথাতুর
চোখে দৃষ্টিটা বিভ্রান্ত...
Thursday 30 July 2015
Sunday 26 July 2015
তুমি জানো নাই- আমি তো জানি,
কত টা গ্লানিতে এত কথা নিয়ে,
এতো গান, এত হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি....
--রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বুকের ভেতর জোছনা থাকে মেঘ
শেখাল
চাঁদ শেখাল পুড়তে জানা অসম্ভবে
খুব নীরবে কাঁদছে যেজন ভীষণ তাপে
কে দেখেছে তাহার দহন, কখন কবে?
--সাদাত হোসাইন
Wednesday 22 July 2015
অনুকাব্য-২১
তুমি আমার ছুঁয়েছো যেই আঁখি
চোখের পাতা বড্ড অধীর পাখি
আলতো ছুঁয়েই সরে গেলে হঠাৎ
সেই ছোঁয়া টা বুকের ভেতর রাখি
রাত বিরেতে বৃষ্টি ভেজায় সঙ্গ দেবার
কেউ একজন থাকতে হয়।
নিজের প্রতি নিয়ম করে অনিয়ম করলে
ঝারি দিয়ে শাসন করবার কেউ একজন
থাকতে হয়....
কিছু কিছু মানুষ সারাজীবন শুধু সকলের
মনোযোগ পেয়ে যায়।
কিন্তু এদের মনোযোগটা কখনই কেউ
পায় না। কারো প্রতি দেবার ইচ্ছেও
হয়না এদের।
এই মানুষ গুলোর সাথে কারো মনের
যোগাযোগ হয় না; কোন মন যোগও হয়
না।
অনেক সৌভাগ্য নিয়েও বড় দূর্ভাগ্যবান
এরা...
কেউ একজন এক পা আগালে, অন্য জন এক
পা পেছায় এবং অন্যজন আরো এক পা
পেছালেই প্রথম জন ফের এক পা
আগাবে।
অবহেলা সর্বদাই দূরত্ব না কখনও কখনও
আকর্ষণ ও বাড়ায়...
আর এ কারণেই পিছিয়ে যাওয়া মানুষ
টার কোনদিন আর সামনে আগাবার ইচ্ছে
হয়না।
আগালেও সেটা পরের ধাপে চার কদম
পেছানোর প্রস্তুতি মাত্র....
একদিন সব কিছু
ছিল তোর ডাক নামে
পোড়ামুখী তবু তোর
ভরলো না মন-
এই নে হারামজাদী একটা জীবন।
--হেলাল হাফিজ
-(সম্প্রদান)
অণুকাব্য-২০
আঁড় চোখেতে তাকাও হেসে
সে হাসি যে সর্বনেশে
মন কিছুতেই চোখ ফেরাতে
চাইছিল না..
আমার তখন মনের মাঝে
মন ছিল না, মন ছিল না....