Sunday, 1 January 2017

আমি যাকে ভালবাসিনা সে যদি আমাকে খুব বাসেও তবুও সে আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ কেউ হবেনা, এটাই স্বাভাবিক। খুবই স্বাভাবিক।
আর এই কথাটা সেই ব্যক্তিও কিন্তু বোঝে। কিন্তু হঠাৎ হঠাৎ ভাল ব্যবহার করে, তাকে মিসগাইডেড & কনফিউজড করাটা ভীষণ অপরাধ। যাকে দেব না, তাকে চাইতে শেখাব কেন?
.
সে তো আমার কাছে কখনই মেজর প্রায়োরিটি পাবেনা, বরং আমি যাকে বাসি সে-ই পাবে সেটাই নিয়ম। আমার ইচ্ছে হলেই তাকে আমি খেয়াল খুশী মত এড়িয়ে যেতে যখন পারব, তখন তাকে কোনভাবেই আমার সাথে এটাচড করবার অধিকার কিন্তু আমার নেই।
যদি কোনভাবে লিংকড থাকেও তবে তার সাথে প্রতি মুহুর্তের আচরনটা সৎ হওয়া উচিত। তার জন্য যে স্পেশাল কিছুই অনুভব করিনা সেই সত্যিটাই তাকে বুঝতে দেয়া উচিত। একই রকমের বিহ্যাভ কন্টিনিউ করা উচিৎ। এই ভাল, এই খারাপ- উহুম, কেন?
.
আমার রাগ, অভিমান তার কাছে যতটা গুরুত্ব পায়, তারটা আমার কাছে পাবেনা সেটা তাকে ভদ্রভাবে সরাসরি বুঝিয়ে দেয়া আমার কর্তব্য।
আমার খামখেয়ালী মন হঠাৎ তাকে বাঁধবার আশ্বাস দেবে আবার ভাল না লাগলেই অপমান করবে, যতক্ষণ মতি ফিরবেনা ততক্ষণ যোগাযোগ বন্ধ রাখবে এবং এই পুরো ঘটনাটাই বৃত্তের মত রিপিট করতে থাকবে এইটা তো acceptable না।
.
আর সবচেয়ে ভাল হয় তাকে একলা বাঁচতে শিখতে দেয়া। আমি তো আর থাকার মত করে তার সাথে কখনও থাকবনা। শুধু শুধু জড়িয়ে কষ্ট দেয়া কেন?
তাকে আমার নিজে থেকেই যেতে দেয়া উচিত। সে হয়ত অন্য কোথাও Belong করে। ভুল করে আমার ঠিকানায় চলে এসেছে।
.
আমি কাউকে ভালবাসিনা সেটা আমার অপরাধ না, কিন্তু তাকে ধরা-ছাড়ার মাঝখানে ঝুলিয়ে রাখার দায়টা অবশ্যই আমার এবং এটা অন্যায়। সে আমার ভালবাসাটা না হয় ডিজার্ভ করেনা, কিন্তু সর্বদা ভাল ব্যবহারটা তো ডিজার্ভ করে। আর যদি এটুকুও না পায়, তো রূঢ় আচরণও ডিজার্ভ করেনা....

0 comments:

Post a Comment