Wednesday, 1 July 2015

ভাললাগা ভালবাসা এক নয়...

এক জীবনে আমাদের অনেককেই ভাল লাগতে পারে, লাগে। কিন্তু ভালটা আমরা মাত্র এক জনকেই বাসতে পারি। 
সত্যিকারের ভালবাসাটা। 

সমস্যা এটা নয়। সমস্যা হচ্ছে আমরা নিজেরাই যখন আমাদের এই ভাললাগা আর ভালবাসার পার্থক্যটা বুঝতে পারিনা। ভাললাগাটা কে ভালবাসা দাবি করে বড়াই করি, আরেকজনকে মিথ্যে স্বপ্ন দেখাই। ভ্রান্ত আবেগে আরেকজনের জীবনের সাথে নিজেকে জড়াতে চাই, তার সাথে সারাজীবন থাকবার ভান করি

কিন্তু ভাবিনা অজ্ঞানতাবশত অনুভূত হওয়া ভালবাসা নামের এই ভাললাগাটা কিংবা সজ্ঞানেই করা ভালবাসার এই অভিনয় টা, সেই মানুষ টার জীবন বিধ্বংসী হতে পারে।

কারণ সে হয়ত আপনাকে ভাললাগা নয় ভালবেসেই মনে জায়গা দিয়েছে / ভাললাগার মুগ্ধতা বা প্রাপ্তির মোহ কেটে গেলে আপনি তাকে সহজেই ছেড়ে দিতে পারবেন কিন্তু সে বেচারার তো নরক দর্শন হয়ে যাবে।
কারণ ভালবাসার নেশা যে কাটবার নয় সে তো আমৃত্যু থাকে.....

0 comments:

Post a Comment