Wednesday, 1 July 2015

কাউকে ভালবাসলে একটু কষ্ট করে তার কাছ থেকে "সততা" জিনিসটা চেয়ে নিন বা নিশ্চিত হয়ে নিন সে সৎ কিনা আপনার সাথে। 
নো ম্যাটার সে আপনাকে ভালবাসে কি বাসে না।
শুধু সৎ হলেই চলবে
আর যদি সেও আপনাকে ভালবাসে তবে নিশ্চিত করুন লয়্যালটি, বিশ্বস্ততা.....
শুরুতেই পেয়েছিলেন সততা, শেষে বিশ্বস্ততা আর মাঝে তো রইলই অত্যাবশ্যকীয় ভালবাসা।

যথেষ্ট....
.

0 comments:

Post a Comment