Thursday, 1 October 2015

" যে আজ আপনার ভালবাসা উপেক্ষা করে আপনাকে ঠকিয়ে চলে যাচ্ছে, সে একদিন অবশ্যই তার ভুল বুঝতে পারবে। সেদিন সে আপনাকে মিস করবেই, ক্ষমাও চাইবে। "
আচ্ছা বুঝলাম- মিস করবে, ক্ষমা চাইবে কিন্তু তাতে লাভ টা কি হবে?
যে ক্ষতি সে করে গিয়েছিল তা পূরণ হয়ে যাবে? যে ক্ষত সে তৈরি করে রেখে গিয়েছিল তা সেরে যাবে? সবচেয়ে বড় কথা সে কি সেদিন আপনাকে ভালবাসবে? নাকি অন্য কেউ তাকে বাসেনি বলে সেই অভাববোধ থেকে আপনাকে শুধুই স্মরণ করবে? ( এটা আপনাকে মিস করা নয়)
যদি এই হয় কারন তবে মিস করার নাটক করবার দরকারটা কি? যদি ভালই না বাসে তবে ক্ষমা চেয়ে মহৎ সাজবার কোন প্রয়োজন দেখিনা। বাজারে নুন বেশি সস্তা হলে কিনে আড়ত দিক, কাঁটা ঘায়ে ছিটিয়ে আর উপকার করতে হবেনা। বহুত করে গেছে।
সবচেয়ে ভয়ংকর ব্যপার হল, আপনাকে ছেড়ে ছুড়ে চলে যাবার দিন আর আবার ফিরতে চাওয়ার দিন দুটো দিনেই আপনার প্রতি তার মানসিকতা আর দৃষ্টিভংগী একইরকম থেকে যাবে। সামান্য যেটুক পার্থক্য সেটা হল তখন চলে যাবার সময় সে আপনাকে দয়া মায়ার ছিঁটে ফোঁটাও দেখায়নি,  তাই ফের ফিরতে চেয়ে সেই অন্যায়ের গতি করতে চাইবে।  কিন্তু ভালবাসা দিয়ে নয়,  করুণা দিয়ে।
তাই যে অহংকার আর উদ্ধতভাব নিয়ে সে ছেড়ে গিয়েছিল সেটাই ধরে রাখ সারাজীবন।
তাতে করে আরো একবার তাকে কাছে টানবার মত মারাত্মক ভুলের চিন্তা আপনার মাথায় লম্ফঝম্ফ দেবে না।
আর মিথ্যে মায়া দেখিয়ে ফের ধোঁকাবাজি করার প্রয়াসটা তার শরীরে সত্যিই মানুষের রক্ত আছে কিনা সে ব্যপারে আমাদের সন্দেহকে সত্যি করবার সম্ভাবনা বাড়াবে শুধু এছাড়া আর কোন প্রাপ্তিযোগ হবেনা ....

1 comment:

  1. emon ponditi kothay vora etto boro lekha!!!

    tobe kothagulo boddo khati

    ReplyDelete