Saturday, 3 October 2015

সত্যিকারের ভাল টা যারা একবার বেসে ফেলে তাদের হয় উভয় সংকট।
হারিয়ে ফেলা বা না পাওয়া মানুষটাকে এদের শুধু কষ্ট বা খারাপ লাগার মুহুর্তেই যে মনে পড়ে এমন নয়।  মনে পড়ে প্রচন্ড সুখের মধ্যেও,  তুমুল আনন্দের মধ্যেও।  মুখে একটা ভাল খাবার তুলবার সময়, একটা সুন্দর গান শোনার সময়, প্রিয় কোন মুভি দেখবার বা বই পড়বার সময়, কিংবা সুন্দর কোন দৃশ্য দেখবার সময়... মোট কথা এদের পুরো পৃথিবী জুড়ে সেই মানুষ টাই থাকে শুধু।
আর এতসব মুহুর্তে সেই মানুষটার অনুপস্থিতি সব আনন্দ মাটি করে দেয়। তীব্র কষ্ট হয় তখন। হাজার চেষ্টায়ও চোখ দুটো না ভিজিয়ে পারা যায় না। এই মানুষগুলো একবার মরেনা। বার বার করে সারাটা জীবনই মরতে থাকে, নি:শ্বাস টা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত।
কিন্তু এত এত ভালবেসেও সেই মানুষটাকে এরা কোন দিন নিজের করে পায় না। অপ্রাপ্তির খাতায় আর কিছু না থাক এই মানুষটার নাম আজীবন থেকে যায়...

0 comments:

Post a Comment