Wednesday, 14 October 2015

I'm not living,
I'm just breathing
and I'm not just breathing
I'm surviving...

ভালবাসায় " ভালবাসতাম" বলে কোন শব্দ নেই।
হ্যাঁ রিলেশনশিপ এর বেলায় আছে, যে আগে রিলেশন ছিল কিন্তু এখন নেই।
কিন্তু ভালবাসলে এটা বলা যায়না , যদি কেউ বলে তবে সে ভালই বাসেনি কোনদিন।
ভালবাসায় যেটা হয় তা হল আগে শুধু ভালই বাসতেন আর এখন ভালবাসার সাথে,  সমানুপাতে একগাদা ঘৃণাও ফ্রি। কখনওবা সেটা ভালবাসার চেয়েও অধিক যা ভালবাসাটাকে আড়াল করে দেয় একদম।  এতটাই যে কোন কিছুতেই মন পাথর গলেনা আর....

Tuesday, 13 October 2015

কখনও কারো জন্য কষ্ট হলে ভুলেও সেটা তাকে জানতে দেবেন না।
টের পেলে আপনার জন্য তার মায়া, সহানুভূতি বা অনুশোচনা কোনটাই আসবেনা বরং দ্বিগুন উৎসাহে সে আপনাকে ফের কষ্ট দেবার আয়োজন করবে।
" আমার জন্য কেউ কাঁদছে, কষ্ট পাচ্ছে। আহা আমি কত্ত স্পেশাল আর ইম্পরট্যান্ট ।" এই ভেবে অধিকাংশ মানুষই পৈশাচিক একটা তৃপ্তি বোধ করে।

Sunday, 11 October 2015

I only want to be with the person, who really belongs to me...

ভীষণ মন খারাপ করে থাকা কারো মন ভাল করার চেষ্টা করতে চাইলে, সেটার পূর্বশর্ত হচ্ছে কিছুতেই তাকে বুঝতে দেয়া যাবেনা যে আপনি তার মন ভাল করতে চাইছেন...

Thursday, 8 October 2015

Tuesday, 6 October 2015

Sunday, 4 October 2015

বেশীরভাগ মানুষই যাকে ভালবাসে তার সাথে সম্পর্ক গড়তে পারে না। আর যার সাথে সম্পর্কে যায় তাকে ঠিক সবটুকু ভালবেসে উঠতে পারে না....

Saturday, 3 October 2015

প্রত্যেকটা মানুষের হৃদয় একেকটা ভালবাসার সমুদ্র, শুধু সেই শান্ত সমুদ্রে ঝড় তুলবার কেউ একজন থাকতে হয়....

সত্যিকারের ভাল টা যারা একবার বেসে ফেলে তাদের হয় উভয় সংকট।
হারিয়ে ফেলা বা না পাওয়া মানুষটাকে এদের শুধু কষ্ট বা খারাপ লাগার মুহুর্তেই যে মনে পড়ে এমন নয়।  মনে পড়ে প্রচন্ড সুখের মধ্যেও,  তুমুল আনন্দের মধ্যেও।  মুখে একটা ভাল খাবার তুলবার সময়, একটা সুন্দর গান শোনার সময়, প্রিয় কোন মুভি দেখবার বা বই পড়বার সময়, কিংবা সুন্দর কোন দৃশ্য দেখবার সময়... মোট কথা এদের পুরো পৃথিবী জুড়ে সেই মানুষ টাই থাকে শুধু।
আর এতসব মুহুর্তে সেই মানুষটার অনুপস্থিতি সব আনন্দ মাটি করে দেয়। তীব্র কষ্ট হয় তখন। হাজার চেষ্টায়ও চোখ দুটো না ভিজিয়ে পারা যায় না। এই মানুষগুলো একবার মরেনা। বার বার করে সারাটা জীবনই মরতে থাকে, নি:শ্বাস টা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত।
কিন্তু এত এত ভালবেসেও সেই মানুষটাকে এরা কোন দিন নিজের করে পায় না। অপ্রাপ্তির খাতায় আর কিছু না থাক এই মানুষটার নাম আজীবন থেকে যায়...

Thursday, 1 October 2015

" যে আজ আপনার ভালবাসা উপেক্ষা করে আপনাকে ঠকিয়ে চলে যাচ্ছে, সে একদিন অবশ্যই তার ভুল বুঝতে পারবে। সেদিন সে আপনাকে মিস করবেই, ক্ষমাও চাইবে। "
আচ্ছা বুঝলাম- মিস করবে, ক্ষমা চাইবে কিন্তু তাতে লাভ টা কি হবে?
যে ক্ষতি সে করে গিয়েছিল তা পূরণ হয়ে যাবে? যে ক্ষত সে তৈরি করে রেখে গিয়েছিল তা সেরে যাবে? সবচেয়ে বড় কথা সে কি সেদিন আপনাকে ভালবাসবে? নাকি অন্য কেউ তাকে বাসেনি বলে সেই অভাববোধ থেকে আপনাকে শুধুই স্মরণ করবে? ( এটা আপনাকে মিস করা নয়)
যদি এই হয় কারন তবে মিস করার নাটক করবার দরকারটা কি? যদি ভালই না বাসে তবে ক্ষমা চেয়ে মহৎ সাজবার কোন প্রয়োজন দেখিনা। বাজারে নুন বেশি সস্তা হলে কিনে আড়ত দিক, কাঁটা ঘায়ে ছিটিয়ে আর উপকার করতে হবেনা। বহুত করে গেছে।
সবচেয়ে ভয়ংকর ব্যপার হল, আপনাকে ছেড়ে ছুড়ে চলে যাবার দিন আর আবার ফিরতে চাওয়ার দিন দুটো দিনেই আপনার প্রতি তার মানসিকতা আর দৃষ্টিভংগী একইরকম থেকে যাবে। সামান্য যেটুক পার্থক্য সেটা হল তখন চলে যাবার সময় সে আপনাকে দয়া মায়ার ছিঁটে ফোঁটাও দেখায়নি,  তাই ফের ফিরতে চেয়ে সেই অন্যায়ের গতি করতে চাইবে।  কিন্তু ভালবাসা দিয়ে নয়,  করুণা দিয়ে।
তাই যে অহংকার আর উদ্ধতভাব নিয়ে সে ছেড়ে গিয়েছিল সেটাই ধরে রাখ সারাজীবন।
তাতে করে আরো একবার তাকে কাছে টানবার মত মারাত্মক ভুলের চিন্তা আপনার মাথায় লম্ফঝম্ফ দেবে না।
আর মিথ্যে মায়া দেখিয়ে ফের ধোঁকাবাজি করার প্রয়াসটা তার শরীরে সত্যিই মানুষের রক্ত আছে কিনা সে ব্যপারে আমাদের সন্দেহকে সত্যি করবার সম্ভাবনা বাড়াবে শুধু এছাড়া আর কোন প্রাপ্তিযোগ হবেনা ....

অশ্বমেধ যজ্ঞে একটা তেজস্বী ঘোড়া ছেড়ে দেয়া হত রাজ্য বিস্তারের লক্ষ্যে।  যতদূর ঘোড়া যেত তার সবটা যজ্ঞকারী রাজার হয়ে যেত, আর কোন রাজা সে ঘোড়া আটকালে তার সাথে হত যুদ্ধ।
অনেক টা তেমন কর্মই আজকাল মন নিয়ে হয়।  মন ছেড়ে দেয়া হয় যথেচ্ছা বিচরণ করতে, এরপর যে সেই মন আটকাবে তার সাথেই হবে সন্ধি মানে অশ্বমেধের উল্টোটা । মন অধিকার করবার যোগ্যতা? ধুর ছাই সে বালাইর আজকাল কারোর দরকারই পড়েনা।
পার্থক্য শুধু অশ্বমেধে আহুতি দেয়া হত অশ্বের মেদ আর এ যজ্ঞে আহুতি হয় ভালবাসার...