Monday, 10 July 2017

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান

খুব বেশী মন খারাপ হলে কল্পনায় চলে যান।
ভেবে নিন পছন্দের মানুষটিরও মন খারাপ কিংবা আপনার ওপর অভিমান।
তার মাথাটা আপনার কাঁধে রেখে কিছুক্ষণ আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিন ।
হয়তবা দেখবেন কল্পনায় তার আর বাস্তবে আপনার, দুজনেরই মন ভাল হয়ে গেছে। 

0 comments:

Post a Comment