Wednesday, 12 August 2020

মেঘ- নবনীতা দেবসেন

সেই মেয়েটা, সে হতে চায় পাখি
আজকে ভাবে ঈগলপাখি হবো
কালকে ভাবে সিন্ধুসারস হই-

সেই মেয়েটা, মেয়ে ভীষণ জেদী
জেদ ধরেছে, সমুদ্র আকাশে,
দুই ডানা তার মেলবে দু'জায়গাতেই

কিন্তু আগে জল ছোঁবে না বাতাস?
ভাবতে ভাবতে নিজেই হোলো সমুদ্দুরের হাওয়া
নিজেই হোলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু

সেই মেয়েটা, মেয়ে ভীষণ জেদী
শেষ অবধি জেদ রেখেছে ঠিক-
মেয়ে হয়েছে ঈশানকোণের মেঘ...

0 comments:

Post a Comment