Tuesday, 4 August 2020

দিনগুলো- স্মরণজিৎ চক্রবর্তী

শহর এখন বাষ্প দিয়ে মোড়া
কাচের গায়ে ভাপ লেগেছে ঠোঁটে
ট্রামের তারে নাচছে শালিখ জোড়া
তোর না-থাকা স্পষ্ট হয়ে ওঠে

কেউ থাকে না অন্ধকারের পাশে
জং-ধরা বাস একলা পড়ে ফোঁপায়
ট্রেন ধরে সব চলল বনবাসে
রাত্রিটুকু বকুল জড়ায় খোঁপায়

পথের দুপাশ জড়ায় শাড়ির পাড়ে
মেঘলা বিকেল থমকে আছে মনে
আজ কি কোথাও বৃষ্টি হতে পারে?
কেউ কি ফেটে পড়বে বিস্ফোরণে?

বুকের নীচে বারুদ বাঁধে ভুলো
কৌটো ভরে জমিয়ে রাখে গুলি...
আমার টুকরো ছড়িয়ে আছে ধূলোয়
সময় পেলে আবছা হাতে তুলিস

আমিও এখন বাষ্প দিয়ে মোড়া
ভাপ জমেছে তোর শহরের হাতে
কে জানে কার জন্য জীবনঝোরা
কাটিয়ে দিল অঝোর বৃষ্টিপাতে!

0 comments:

Post a Comment