Wednesday, 5 August 2020

অবিস্মরণীয়াকে- অরণি বসু

কিছুই হয়না বলা, শুধু ছুটে আসি বারবার
বসে থাকি আর এলোমেলো কথা বলি,
*******
কত কি বলার ছিল, ভাবি একদিন ........

তোমার ওই স্তব্ধ চোখে বিস্ময় কিছুই নেই আর
তবু কাছে এসে বসে থাকি ভাবি,
তুমি কি ততটা দেবী , আমি যত পথের ভিখারী !

(কবিতাংশ)

0 comments:

Post a Comment