Thursday, 13 August 2020

বড় দীর্ঘ তোমাকে এই না দেখা সময়- প্রবালকুমার বসু

বড় দীর্ঘ প্রবাসে আছো, বড় দীর্ঘ তোমাকে এই না দেখা সময়
এখন শীতকাল। নিশ্চিতই গতরাতে আবারো পড়েছে বরফ
তোমার ওখানে, চতুর্দিকে তুষারপাতের নিস্তব্ধতা জানলার কাঁচে
ভিতরে বন্দী শব্দ, শব্দের ভিতরে তুমি ঘুরপাক খেয়েছ সারারাত
চিঠির শব্দমালা তুষারপাতের মত শার্সির কাঁচে লেগে গেছে
অলিন্দে কাল আর কারো পায়চারি নিশ্চিত তোমার পড়ে নি মনে
গতরাতে আমারও শব্দ সব উড়ে যেতে চেয়েছিল প্রবাসে তোমার
বড় দীর্ঘ প্রবাস এই, বড় দীর্ঘ দেখা নেই, এবং আমাদের মধ্যবর্তী শীত
প্রগাঢ় প্রবঞ্চনায় ফিরিয়ে দিয়েছে তারে, তাই বড় তীব্র অভিমানে
হয়ে আছে প্রতিটি শব্দ শুধু ভীষণ নক্ষত্র অভিমুখী

এ প্রবাস দীর্ঘ বড় এবং তোমাকে এই না দেখা সময়।।

0 comments:

Post a Comment