Saturday, 8 August 2020

এখন ওসব কথা থাক- মণীন্দ্র গুপ্ত

এক লক্ষ বছর সঙ্গে থাকার পর সাব্যস্ত হবে, তুমি আমার কিনা।
ওসব কথা এখন থাক।
এখন চলো মিকির পাহাড়ে বুনো কুল পেকেছে,
                                                   চলো খেয়ে আসি।

লাল রুখু চুল
               সূর্যাস্তের মধ্যে
অর্কিডের উজ্জ্বল শিকড়ের মতো উড়ছে।
—দেখি দেখি, তোমার তামাটে মুখখানা দেখি।

সূর্য এখনি অস্ত যাবে। পশুর মতো ক্ষীণ শরীরে
আমরা হাঁটু পর্যন্ত জলস্রোত পেরিয়ে চলেছি—
                                      জলস্রোত ক্রমশ তীব্র... কনকনে...

0 comments:

Post a Comment