Wednesday, 5 August 2020

শীতকাল- অরণি বসু

বলব না বলব না করেও বলে ফেলি
তোমার চোখের নীচের কালো দাগ, বিরক্তি, উদ্বেগ আর
গড়িয়ে চলা মনখারাপের কথা।

বলে ফেলি কুয়াশামাখা ভোর আর অকালে বুড়িয়ে যাওয়া সুপর্ণার কথা।

শীতকাল আসছে।

(কবিতাংশ)

0 comments:

Post a Comment