Monday 10 August 2020

দ্বিধাগ্রস্ত অধিবাস- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

পলেস্তারা খ'সে পড়া এই ঘরের দেয়াল, এইসব আসবাব
                                    এতো পরিচিত কেন!

কোনোদিন কি এখানে ছিলাম কোনো জন্মে
আমার অস্তিত্বকে ভালোবেসে কারো বিনিদ্র রাত কেটে যেতো
ললাটে আমার চুম্বন এঁকে কারো শুরু হতো প্রথম সকাল।
কোনোদিন কি আমার না-থাকায় কেউ এসে ছড়াতো বিলাপ
                                        নিশব্দ বাতাসের মতো---

(কবিতাংশ)
৩১.০৭.৭৬ (রাত্রি) মিঠেখালি মোংলা

0 comments:

Post a Comment