Wednesday, 12 August 2020

শোনো- কবিতা সিংহ

অমল,
এই নিরভিমান বিকালে একা
অবনত মস্তকে হেঁটে যাই
মাঝে মাঝে হাওয়া উড়িয়ে নিয়ে আসে পাতা
বসন্ত বৃক্ষের থেকে পরিত্যক্ত হলুদশটিত

এভাবেই ক্রমে ক্রমে বেশি করে পারি
যত জানি
যত কাছে সরে আসি তোমার সকাশে
অমল এই বৈশাখসন্ধ্যায়, সূর্যের মহিমা দেখে
মাথা শুধু নত হয় আসে।

0 comments:

Post a Comment