Sunday, 9 August 2020

বিনয় মজুমদার- তরুণ বন্দোপাধ্যায়

************************
স্মৃতির মতো রহস্যময় তিনি,
বীজের মতো ব্যাকুল দুটি চোখ
মেলে অাছেন,সামনে পড়ে অাছে
কান্না,ধুলো,অাকাশ : বিশ্বলোক।

কত-কিছুই দেখে গেলেন তিনি
অবাক করার,স্তব্ধ করার মতো,
অন্যে পেল জ্বরে শীতল প্রলেপ,
তিনি পেলেন জীবন-ভরা ক্ষত !

জীবন সে তো মৃত্যুরই হাত ধরে
অনন্তকে স্পর্শ করে থাকা,
তবু অাকাশ,একটা কথা রাখো :
ফিরিয়ে দাও কবিকে তাঁর চাকা।

(কবিতাংশ)

0 comments:

Post a Comment