Monday 3 August 2020

বর্ষশেষ- অরণি বসু

আরো একটা বছর শেষ হয়ে গেলো।
বছরের প্রথম দিনে যে নীল সোয়েটারটা পরেছিলুম
বছরের শেষ দিনেও আমি সেটাই পরে আছি।

গায়ের রং হয়তো একটু উজ্জ্বল হয়েছে আমার, আর
কমে গেছে কোলাহলপ্রিয়তা।
অনেক অপছন্দের ব্যাপারও আমি এখন সহজে মেনে নিতে পারি,
একা একা রাস্তায় হাঁটার সময় আমি আর গান গাই না।

আরো একটা বছর কেটে গেলো, সারা বছরের
টুকরো টুকরো অপমানের ধারাবাহিক ছবি ভেসে আসছে মনে।
প্রোজেক্টারে ফাঁকা রীল ঘোরার মতো
কিরকিরে অবসাদ চারিদিকে।

তোমার কি মনে আছে, বছরের প্রথম দিনে
আমি তোমায় বলেছিলুম, আমার আর বাঁচতে ভালো লাগে না।
বছরের শেষ দিনে সেই কথাটাই একটু ফিরিয়ে বলতে চাই,
                                   আমি ঘৃণা করি আমার বেঁচে থাকাকে।

0 comments:

Post a Comment