আমাদের কথাগুলো হয়ে গেলে পুরোনো,
শুকোলে গুঁজে রাখা ফুল।
খুঁজে নিও বুক তুমি অন্যকোনো,
ভেবে নিও সব ছিল ভুল
প্রিয় ঠোঁটে মেখে নিও অন্য কারো ঘাম।
Showing posts with label প্রিয় গান. Show all posts
Showing posts with label প্রিয় গান. Show all posts
Saturday, 14 January 2017
Sunday, 8 January 2017
Tuesday, 15 September 2015
Thursday, 10 September 2015
যে বীণা তোমার পায়ের কাছে
বুকভরা সুর লয়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে—
আকাশেবাতাসে তার সুরের সুরভী!!
ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায়
তন্দ্রা পাওয়ায়
তব ম্লান ছবি!!
নীরব কেন কবি?
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া
অভিমানে রাতে গোলাপ হায় কাঁদে
তাহারই কি কামনা উদাস এ প্রাতে?
ফিরে সে আসিবেনা, ভোল তাহারে,
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
অস্ত চাঁদের
বাসনা ভোলাতে
অরুণ অনুরাগে
উদিল রবি!!
Wednesday, 9 September 2015
Saturday, 1 August 2015
Wednesday, 8 July 2015
একলা একা প্রজাপ্রতি
ভুলে যায় ওড়ার কথা
ডানায় তার ভর করেছে
বিষণ্ণ এক নীরবতা
কি যে শুন্য শুন্য লাগে তুমিহীনা
হৃদয় হারায় চেনা ঠিকানা....
কতটা আছ জীবন জুড়ে
সে তো তুমি জানো না
কত আশা ছিল কত ছিল যে গান
কত হাসি ছিল কত অভিমান
সূর্য জ্বলা এই সকাল আমার
আধারেই সবই গেল ঢাকি......
কেন আশা বেঁধে রাখি.
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত.
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায় ....
ছুঁয়ে কান্নার রং
ছুঁয়ে জোৎস্নার ছায়া.
Sunday, 5 July 2015
মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়,
জল উড়ে উড়ে আকাশের গায়ে,
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়.
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়,
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়.
ইচ্ছে হলে ভালোবাসিস
না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ
গাঙচিল....
আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালবাসার যন্ত্রণা কেই অধিক ভালবাসি.....
আমায় ধরে বেঁধে রাখে এমন সে নীড় কই
আমার জলছবিতে রং মেলাবে এমন আবির কই
যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা....
তুমি না লেখা কোন কবিতার যেন অনেক বলা কথা
তুমি দগ্ধ দিনের পরে নীল রাতের নীরবতা
তুমি না পাওয়া যন্ত্রণা আজ আমার গেছে সয়ে
তুমি এসেই চলে গেছ শুধু ভোরের স্বপ্ন হয়ে
আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রং
ছুঁয়ে জোছনার ছায়া