Wednesday, 8 July 2015


বৃষ্টি দেখে অনেক কেঁদেছি,
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে 
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম 
আমি হাজার বর্ষা রাত.

0 comments:

Post a Comment