Wednesday, 8 July 2015

অণুকাব্য-১২


চোখের মায়ায় দৃষ্টির অতল তলে,
বিষণ্ণতা ভাসছে গভীর জলে
কখনও যদি মিলিয়ে অবসর,
রাখতে দু'চোখ ঐ দু'চোখের পর
দেখতে সে চোখ তোমার কথা বলে..

0 comments:

Post a Comment