Wednesday, 8 July 2015

অণুকাব্য-৭

তুমি স্বপ্ন নিয়ে বিভোর থাক
আমি তোমার কেউ নই
শুধু যেদিন তুমি অশ্রু ফেলো
সেদিন তোমার সাথী হই
তুমি নিদ্রাঘোরে মগ্ন থাক
আমি বহু দূরের ভিনদেশী
তবু তুমি যদি ডাকো,
বিষাদে ডুবে থাকো
মুহুর্তে তোমার কাছে আসি.

0 comments:

Post a Comment