Wednesday, 8 July 2015

অণুকাব্য-১১


দূর আলাপনীতে
যখন তোমায় খুঁজে যাই
তুমি অবহেলা কর আমায়
আমি যা বোঝার বুঝে যাই
স্বপ্নের এমন মাশুল
দিতে হবে বল জানত কে
আমি বিষাদে আমায় ভাসাই
ফের ভালবাসি তোমাকে

0 comments:

Post a Comment