Wednesday, 8 July 2015


আমায় তোমার হাতটা ধরতে দিও
ছুঁয়ে দেখব স্পর্শটুকু কেমন
কখনও যদি একলা ফেলে যাও 
বুঝতে পারব কতটা হয় দহন
তোমার চোখে দুচোখ রাখতে দিও
চেয়ে দেখব কেমনতর মায়া
তোমায় ছাড়া বাঁচতে যাওয়া মানে 
আমার ভেতর আমি বিহীন কায়া
পাশাপাশি হাঁটব তোমার সাথে
আঙুল থাকবে আঙুল দিয়ে বোনা
অনিমেষে দেখব তোমার হাসি
ঘুমের ঘোরেও তোমার আনাগোনা
অসম্ভব এক ইচ্ছে মনের ভেতর
আবার যদি জন্ম নেয়া যেত
এই জীবনে একটু খানিক সময়
এক জনমে বাসব ভাল কত
এমন কতক ইচ্ছে তোমায় নিয়ে
জমিয়ে রাখা অবুঝ শিশুর মত
আমায় নিয়ে তোমারও কি আছে ?
সঙ্গোপনে যদি জানা যেত
আমার যখন একলা লাগে ভীষণ
অনেক খুঁজেও পাইনা তোমায় কাছে
আমার মত ক'জন আছে এমন
অহর্নিশি অলীক সুখে বাঁচে.....

0 comments:

Post a Comment