Sunday 2 December 2018

যদি যেতে চাও- তসলিমা নাসরিন

যদি যেতে চাও, এভাবেই যেও--
ঠিক যেভাবে গেছ
ঠিক যেভাবে, আলগোছে, টের না পাই
দরজা আধখোলা রেখে
ফিরে আসবে ভেবে যেন কোনদিন খিল না দিই।
যেও, যেতেই যদি হয়-- দু চারটা কাপড় ভুল করে
আলনায় ফেলে-- এভাবেই
স্নানঘরে রেখে যেও তোয়ালে
এক জোড়া চপ্পল-- এভাবেই।
দমকা বাতাসও কড়া নাড়ে সময় সময়
কোনও কোনও রাতে এরকমও ভেবে নেব, বুঝি ফিরেছিলে
বেঘোরে ঘুমিয়েছিলাম বলে চলে গেছ।

যদি যেতে চাও
- তসলিমা নাসরিন

ব্যক্তিগত ব্যাপার- তসলিমা নাসরিন

ভুলে গেছো যাও,
এরকম ভুলে যে কেউ যেতে পারে,
এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি,
ফিরে আর তাকিও না আমার দিকে,
আমার শূন্যতার দিকে।
আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি
এ আমার জীবন, তুমি এই
জীবনের দিকে আর করুণ করুণ চোখে
তাকিয়ে না কোনওদিন।
ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি
ভুলে না যাই তোমাকে, যেতে না পারি
সে আমার ব্যক্তিগত ব্যাপার,
তুমি এই ব্যাপারটি নিয়ে ঘেঁটো না,
এ আমার জীবন, কার জন্য কাঁদি,
কাকে গোপনে ভালোবাসি জানতে চেও না।
ভুলে গেলে তো এই হয়, ছেড়ে চলে গেলে তো
এই-ই হয় — যার যার জীবনের মতো
যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে।
তুমি তো জানোই সব, জেনেও কেন বলো যে মাঝে মাঝে যেন খবর টবর দিই কেমন আছি!
আমার কেমন থাকায় তোমার
কীই বা যায় আসে!
যদি খবর দিই যে ভালো নেই,
যদি বলি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে,
যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে,
শরীর কেমন করছে!
তুমি তো আর ছুটে আসবে না
আমাকে ভালোবাসতে!
তবে কী লাভ জানিয়ে, কী লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হলাম!

ব্যক্তিগত ব্যাপার
- তসলিমা নাসরিন

আরও একজন- সৈয়দ শামসুল হক

যেখানেই যাও তুমি, যেখানেই যাও
সঙ্গে যায় আরো একজন;
যদিও অদূরে তবু তার দূরত্ব ভীষণ।
যেখানেই দৃষ্টি দাও, যেখানেই দাও
দৃষ্টি দেয় আরো একজন;
যদিও সুনীল তবু সেখানেই মেঘের গড়ন।
যাকেই যে কথা বলো, যাকেই যে কথা
শুনে যায় আরো একজন;
যদিও নিশ্চুপ তবু অবিরাম পদ্মার ভাঙন।
যেখানেই রাখো হাত, যেখানেই রাখো
রাখে হাত আরো একজন;
যদিও নিশ্চল তবু দ্রুত তার শিরায় স্পন্দন।
যখন শয্যায় তুমি, যখন শয্যায়
পাশে আছে আরো একজন;
যদিও ঘনিষ্ঠ তবু ঘুম কেড়ে নিয়েছে কখন।
তুমি কি দেখেছো তাকে ? চেনো তাকে ?
সচকিত মাঝে মাঝে তাই ?
তোমার সম্মুখে তবে আমি এসে আবার দাঁড়াই ?

আরও একজন
-সৈয়দ শামসুল হক

নিরুক্তি- সুধীন্দ্রনাথ দত্ত

আমারে তুমি ভালবাসো না ব’লে,
দুঃখ আমি অবশ্যই পাই ;
কিন্তু তাতে বিষাদই শুধু আছে,
তাছাড়া কোন যাতনা, জ্বালা নাই ।।

জনমাবধি প্রণয়বিনিময়ে
অনেক বেলা হয়েছে অবসান ;
বেজেছে ফলে কেবলই বৃথা ব্যথা,
পারিনি কভু করিতে বরদান ।।

এ-ভুজমাঝে হাজার রূপবতী
আচম্বিতে প্রসাদ হারায়েছে ;
অমরা হতে দেবীরা সুধা এনে,
গরল নিয়ে নরকে চ’লে গেছে।।

অযুত নারী, তাদের প্রতিশোধে,
জাগায়ে লোভ হেনেছে অবহেলা ;
সাহারা,গোবি ছেয়েছে ভাঙা পণে,
মরমহিমা হয়েছে ছেলেখেলা ।।

অসূয়া বুকে করেছে মাতামাতি
ঝড়ের রাতে বিজুলিঝলাসম;
চিনেছি তাতে আপন নীচতারে,
টুটেছে মান, উঠেছে বেড়ে তম।।

মিলনে ক্ষুধা মিটেনি কোনও কালে ;
কামনা শেষে মিশেছে এসে কামে ।
অন্ধ আশা রুদ্র বিরহেরে
ভাববিলাসী করেছে পরিণামে ।।

হয়ত তাই তোমার অনাদরে
আজিকে আমি হই না বিচলিত ;
শিখেছি ঠেকে ব্যর্থ ভালোবাসা,
কালের কাছে অতনু পরাজিত ।।

হৃদয় তবু বিষাদে ভ’রে ওঠে
নিরুদ্দেশ শুন্যে যবে চাই ;
পাই না ভেবে শান্তিতে কি হবে,
সাধনাতে যে সিদ্ধি হেথা নাই।।

নন্দনের বদ্ধ দ্বার, জানি,
যাবে না খুলে তোমার করাঘাতে;
অমৃতযোগে প্রেতের কানাকানি ;
ঘুচাবে ভেদ তৃপ্তি-শোচনাতে ।।

তথাপি মিছে আত্মসমাহিতি ;
নিরাসক্তি আসক্তিরই ভেক ;
নাস্তি যার পৃষ্ঠে, পুরোভাগে,
সমান তার বিবেক, অবিবেক ।।

আত্মা সদা স্বগত,একা বটে,
তাই কি হেয় দেহের পরিচিতি?
থাক না তাতে তৃষিত অচিরতা,
বাকি যা-কিছু, সবই যে অনুমিতি ।।

নিরুক্তি
-সুধীন্দ্রনাথ দত্ত

তুলনামূলক হাত- নির্মলেন্দু গুণ

তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর৷
তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই
খোঁপা ভেঙ্গে বিলাও মাটিকে;
আমি এসে পাতি হাত, জলভারে নতদেহ আর
চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে, অথবা ফিরি না ঘরে,
তোমার চতুর্দিকে শূন্যতাকে ভরে থেকে যাই৷
তুমি যেখানেই হাত রাখো, যেখানেই কান থেকে
খুলে রাখো দুল, কন্ঠ থেকে খুলে রাখো হার,
সেখানেই শরীর আমার হয়ে ওঠে রক্তজবা ফুল৷
তুমি যেখানেই ঠোঁট রাখো সেখানেই আমার চুম্বন
তোমার শরীর থেকে প্রবল অযত্নে ঝরে যায়৷
আমি পোকা হয়ে পিচুটির মতো
তোমার ঐ চোখের ছায়ায় প্রতিদিন খেলা করে যাই,
ভালোবেসে নিজেকে কাঁদাই৷
তুমি শাড়ির আঁচল দিয়ে আমাকে তাড়িয়ে দিলে
আমি রথ রেখে পথে এসে তোমারই দ্বৈরথে বসে থাকি
তোমার আশায়৷ তুমি যেখানেই হাত রাখো
আমার উদগ্রীব চিত্র থাকে সেখানেই৷
আমি যেখানেই হাত পাতি সেখানেই অসীম শূন্যতা, তুমি নেই৷

তুলনামূলক হাত
- নির্মলেন্দু গুণ

তরুণী সন্ত - হুমায়ূন আজাদ

যেখানে দাঁড়াও তুমি সেখানেই অপার্থিব আলো । 

তুমি হেটে যাচ্ছো,আমি বহু দূর থেকে দেখছি,
তোমার স্যান্ডেল থেকে পুঞ্জ পুঞ্জ জোনাকি শিখার মতো গলে পড়ছে আলো,
কংক্রিট,ধুলোবালি ,ঝড়াপাতা রূপান্তরিত হয়ে যাচ্ছে অলৌকিক হীরে মুক্তো সোনা প্রবাল পান্নায়।
তোমার স্যান্ডেলের ছোঁয়ায় সোনা হয়ে যাওয়া এক টুকরো মাটি আমি সেই কবে থেকে বুকে বয়ে বেড়াচ্ছি দিনরাত।

যে দিকে তাকাও তুমি সেদিকেই গুচ্ছ গুচ্ছ আশ্চর্য গোলাপ।

একবার চোতমাসের প্রচন্ড দুপুরে তুমি দাঁড়ালে পথের পাশে
তোমার পেছনে একটি মরা গাছ হাড়ের মতো শুকনো ডাল জংধরা
পেরেকের মত সংখ্যাহীন কাঁটা ছাড়া কিছুই ছিল না তার।
তোমার আঁচল উড়ে গিয়ে যেই স্পর্শ করলো সেই মরা গরিব গাছকে
অমনি তার কাঁটা আর শুকনো ডাল ঢেকে দিয়ে 
থরে থরে ফুটে উঠলো লাল লাল আশ্চর্য্য গোলাপ।

যে দিকে ফেরাও মুখ সেদিকেই আবিভূর্ত অমল সুন্দর।

কলা ভবন থেকে বেরুচ্ছিলে তুমি-
হঠাৎ দুটো গুন্ডা, হয়তো তোমার সহপাঠী, হোন্ডায় চেপে এসে থামলো তোমার পাশে। তুমি ফেরালে মুখ ওদের কুৎসিত মুখের দিকে; আমি দেখলাম-ওদের ঘা আর দাগ ভরা মুখ নিমিষেই হয়ে উঠলো দেবদুতের মুখের মতোন জ্যোতির্ময়। 

যে দিকে তাকাও তুমি সে দিকেই অভাবিত অনন্ত কল্যাণ ।

বাসস্টপে পড়ে থাকা কুষ্ঠরোগীটির মুখের দিকে তুমি তাকিয়েছিলে একবার। তখন কুষ্ঠরোগীটিকে মনে হয়ে ছিলো ,
রূপসীর করতলে প'ড়ে আছে রজনীগন্ধার বৃষ্টি-ভেজা অমল পাপড়ি।

তুমি তো তাকাও সব দিকে;
শুধু তুমি আমার মুখের দিকে,
মানুষের দুরূহতম দুঃখের দিকে,
এক শতাব্দীতে
একবারো  ভুলেও তাকালে না।

তরুনী সন্ত
-হুমায়ুন আজাদ
(আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে)

Wednesday 28 November 2018

Deadpool 2

Listen to the pain.
It's both history teacher and fortune teller.
Pain teaches us who we are, wade.
Sometimes, it's so bad.
We feel like we are dying.
But we can't really live till we've died a little, can we?

Wednesday 14 November 2018

Toni Morrison (The Bluest Eye)

"Love is never any better than the lover.Wicked people love wickedly,violent people love violently,weak people love weakly,stupid people love stupidly,but the love of a free man is never safe.There is no gift for the beloved.The lover alone possesses his gift of love.The loved one is shorn,neutralized,frozen in the glare of the lover's inward eye."
Toni Morrison (The Bluest Eye)

Monday 5 November 2018

Who we are- Tristan Perttyman

I will never, find another, like you
And the airs getting thin 
Where the wings meet the wind
We see it, we can feel it and
we know this

I believe in something more
All the days that came before
Led us right to where we are 
Right to where we are
It’s all written in the stars
We’ve already come so far 
And we can’t change who we are 

Vermilion Pt 2 - Slipnot

She is everything to me
The unrequited dream
A song that no one sings
The unattainable

She's a myth that
I have to believe in
All I need to make it real
is one more reason
I don't know what to do
I don't know what to do
When she makes me sad

Sunday 28 October 2018

Friday 21 September 2018

Friday 14 September 2018

Tuesday 11 September 2018

Monday 10 September 2018

Start a riot- Banners

No surrender, no retreat
I will tear down every wall
Just to keep you warm
Just to bring you home

I will burn this city down for a diamond in the dust
I will keep you safe and sound
when there's no one left to trust

If your world falls apart
I'd start a riot
If night falls in your heart
I'd light the fire

In the dark,
when you sound the alarm
We'll find each other's arms
For your love, all you are
I'd start a riot

Growing Pains - Maria Mena

But I wanna tell you I got through
The hardest of times on my own
I made some mistakes, I made a few
But I learned that I am strong

And just because it hurts
Doesn't mean it isn't worth it
And even if it stings,
It's just a temporary thing

I'm not saying that changing
Won't cost you love or make you cry
But it will all make sense, mmm
When the growing pains subside

I Hate U, I Love U - Gnash

I hate you, I love you
I hate that I love you
Don't want to but
I can't put nobody else above you

I miss you when I can't sleep
Or right after coffee
Or right when I can't eat
I miss you in my front seat

Hurts Like Hell - Fleurie

I don't want them to know the secrets
I don't want them to know the way I loved you
I don't think they'd understand it,
I don't think they would accept me,
I loved and I loved and I lost you...

Far From Any Road- HANDSOME FAMILY

In the hushing dusk,
under a swollen silver moon
I came walking with the wind to watch the cactus bloom

And strange hunger haunted me,
the looming shadows danced
I fell down to the thorny brush and felt the trembling hands

- True Detective

Wednesday 29 August 2018

Sunday 12 August 2018

Breathe - Fleurie

I hear the sound, echoes beneath
Angels and skylines meet
And I'm straining to reach
The light on the surface,
light on the other side ...

- Breathe (Fleurie)

Tuesday 31 July 2018

When your heart is a stranger and
You know you didn't treat it right
When your love is in danger and
You know you're gonna need to fight.

- Friends in Paris

Saturday 17 March 2018

এই মাতাল হওয়া বাতাস

এই মাতাল হওয়া বাতাস,
এই আগুনে পোড়া ফাগুন
পাতা ঝরা নির্ঝরের দিন
এলোমেলো নিঝুম বিকেল
কারো না থাকার অভিজ্ঞান হয়ে থাকুক,
থাকুক বেঁচে থাকার স্মৃতিস্মারক হয়ে।
তবু সব কিছু অপচয় মনে হয়...

পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই

পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই। কিন্তু সেই আপাতঃ অসম্ভব ব্যপারটা যদি ভাল কিছু হয় তবে হয়ত সম্ভব হবার সম্ভাবনা খুব কম। আর যদি খারাপ কিছু হয় তবে হাজার না চাইতেও সেটা হয়ে যাবে।

Thursday 15 March 2018

যার সিঁথির সিঁদুরে তোর নাম

যার সিঁথির সিঁদুরে শুধু তোর নাম
তাকে সিঁদুর পড়ায় অন্যজন...
এজন্মে সে তোর কপালে নেই,
তাইতো অন্য কারও জন্য
কপালে সিঁদুর ফোঁটা আঁকে।

Saturday 10 February 2018

কবিতা- লুৎফর হাসান

কে দেবে তোমায় ভিড় ঠেলে এসে নতুন শুদ্ধ দিন
কার কাছে পাবে তোমার জন্য বুক ব্যথা চিনচিন।
কে দেবে তোমায় ঘুম ভাঙা নদী কথার কলস্বরে,
অবুঝ দুপুর দেবে কে তোমার মুঠোতে বন্দী করে।
আর কে দেবে রোদের মেয়ের আঁচলে রাখা ঘুম,
জোনাকির ঠোঁটে কে দেবে তোমায় সন্ধ্যাপাখির চুম।
কে দেবে বলো রাতের নিখাদ অন্ধকারের আলো,
জোছনার ঘ্রাণ পাবে আর কই মুছতে গিয়ে কালো।
আর কে আছে তোমাকেই দেবে জেগে থাকা সব বেলা,
ঘুমের ঘোরে কে দেবে তোমার খোয়াবের অবহেলা।
কে দেবে তোমার বিছানায় মেঘ চাদরে সমুদ্দুর,
মেঝেতে দেবে বালিয়াড়ি আর কে দেবে মাতাল সুর।
আর কে আছে তোমাকেই শুধু তোমাকেই যাবে লিখে,
সারা পৃথিবীর ফুল পাখি ফেলে তাকাবে তোমারই দিকে।
আর কে আছে যাকে দেবে তুমি দুঃখ রাশি রাশি,
কারো নেই শখ ছিঁড়ে যাওয়া ঠোঁটে বলবেই ভালোবাসি।
তবুও তুমি কী যে কারণে কোনদিকে যাও ভেসে,
বুঝলে না নারী অবেলার স্রোতে যাচ্ছো কোথায় হেসে।
এখনও তোমার মুখের রেখায় তাজা তাজা রোদ, জানো?
বেলা পড়ে গেলে রঙ থাকে না, এই সত্য মানো?

Monday 15 January 2018

রাতভোরে বৃষ্টি- ওয়াসিকা নুযহাত

বৃষ্টির জলে তুমি এঁকেছিলে মুখ
লেখা আছে ডায়রীতে রুপোলী অক্ষরে
ছড়ানো গোলাপের পাঁপড়ি
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে ;
সাদা মেঘ নিরুদ্দেশ ,আঁধার আকাশে
দমকা হাওয়ায় ছিল রিমঝিম সুর
সোদা মাটির ঘ্রাণ ,মাতাল চারপাশ
তুমি আমি একাকার ,হৃদয়ে ভাংচুর !!!
লেখা আছে সেই রাত রুপোলী অক্ষরে
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে

Wasika Nuzhat

কথা ছিল বৃষ্টি নামলে শ্রাবণসন্ধ্যা গুলো প্রিয় কবিতা হবে
কথা ছিল বৃষ্টির এলে দুটি নিশ্বাসের শব্দ গভীর থেকে গভীরতর হবে
বারান্দায় ঝুলে থাকা বাগানবিলাসে ঝির ঝির বৃষ্টিতে ঝরবে মায়া
মাঝ রাত্তিরে বজ্রপাতের শব্দে একটি মুখ লুকাবে একটি বুকে
পরম বিশ্বাসে ....
কথা ছিল কদম ফুল , কথা ছিল হিজল বন
কথা ছিল হাতে হাত , কাছাকাছি দুটো মন .......
কথা ছিল ভালোবাসা , আজীবন পাশে থাকা
বৃষ্টিতে মুখোমুখি , চোখে চোখ রাখা

বৃষ্টি এলো তাই- ওয়াসিকা নুযহাত

আজ অবেলায় ঝুম
বৃষ্টি নামলো তাই;
আমি আবার সেই
পুরোনো তোমাকে চাই|
হাতের কাজ ফেলে রেখে
দৌড়ে ছুটে এসে
'বৃষ্টি হচ্ছে,চলো ভিজি'
বলবে তুমি হেসে|
মেঘ রঙের শাড়ি আমার,
বৃষ্টি রঙের টিপ;
আগুন লাগা চাউনি তোমার,
হৃদয়ে ঢিপ ঢিপ|
কদম বনের সব খুশবু
মনের উঠোন জুড়ে;
হাওয়ায় হাওয়ায় মুখের কথা
যাচ্ছে দেখো উড়ে |
দুচোখ মেলে চেয়ে থেকে
দিয়ে মাদক হাসি;
ফিসফিসিয়ে বলবে কানে
বৌ তোমায় ভালোবাসি|

রুদ্র গোস্বামী

খুব মিষ্টি একটা গল্প
তুই হতেও তো পারতিস
আমার মন খারাপের রাতে
তুই মন জড়িয়ে থাকতিস

তুই থাকতিস
জ্বর মাপতিস
আমার জল গড়ানো চোখে
তুই উৎসব এনে রাখতিস

আমি জাগতাম
রাত জাগতাম
আমি আষাঢ় নিয়ে বসে
তোকে রোদ্দুর বলে ভাবতাম

তুই চিনতিস
জল চিনতিস
তুই ফোঁটায় ফোঁটায় আদর রেখে
উচ্ছাস হয়ে জ্বলতিস

তুই জ্বলতিস
তুই জ্বলতিস
তুই জল ছুইয়ে জলের মধ্যে
উত্তাপ রেখে গলতিস

তোকে দেখতাম
তোকে দেখতাম
আমি মনের আরামে শিল্পীর মত
ক্যানভাসে তোকে আঁকতাম

শেষ বিকেলের কাব্য- ওয়াসিকা নুযহাত

কাছে যাওয়া ভুল হতে পারে ভেবে,
দাঁড়িয়ে থাকি এখানটায়,
তোমার ওখানে সিঁদুর রঙের দুপুর
আমি আছি পড়ন্ত বিকেল বেলায়।
তুমি এসেছিলে হঠাৎ হাওয়ার মতো
আমার এই বিকেল বেলার রোদ্দুরে,
গোলাপের পাপড়ি উড়িয়ে দিয়ে
ঢেকেছিলে ভালো লাগার চাদরে।
তোমার ছিল নীল আকাশের নীল
আমার শুধু শেষ বিকেলের আলো
তাই দিয়ে কবিতা লিখবে বলে
আমায় তুমি অযথা বাসলে ভালো।
সেই কবিতা ভুলে গেছ তুমি ,
সিঁদুর রঙের দুপুর বেলার লোভে।
বিকেল তোমাকে টানেনা আর জানি
তুমি বদলে গেছ সেই কবে।।