কথা ছিল বৃষ্টি নামলে শ্রাবণসন্ধ্যা গুলো প্রিয় কবিতা হবে
কথা ছিল বৃষ্টির এলে দুটি নিশ্বাসের শব্দ গভীর থেকে গভীরতর হবে
বারান্দায় ঝুলে থাকা বাগানবিলাসে ঝির ঝির বৃষ্টিতে ঝরবে মায়া
মাঝ রাত্তিরে বজ্রপাতের শব্দে একটি মুখ লুকাবে একটি বুকে
পরম বিশ্বাসে ....
কথা ছিল কদম ফুল , কথা ছিল হিজল বন
কথা ছিল হাতে হাত , কাছাকাছি দুটো মন .......
কথা ছিল ভালোবাসা , আজীবন পাশে থাকা
বৃষ্টিতে মুখোমুখি , চোখে চোখ রাখা
0 comments:
Post a Comment