Monday, 15 January 2018

রুদ্র গোস্বামী

খুব মিষ্টি একটা গল্প
তুই হতেও তো পারতিস
আমার মন খারাপের রাতে
তুই মন জড়িয়ে থাকতিস

তুই থাকতিস
জ্বর মাপতিস
আমার জল গড়ানো চোখে
তুই উৎসব এনে রাখতিস

আমি জাগতাম
রাত জাগতাম
আমি আষাঢ় নিয়ে বসে
তোকে রোদ্দুর বলে ভাবতাম

তুই চিনতিস
জল চিনতিস
তুই ফোঁটায় ফোঁটায় আদর রেখে
উচ্ছাস হয়ে জ্বলতিস

তুই জ্বলতিস
তুই জ্বলতিস
তুই জল ছুইয়ে জলের মধ্যে
উত্তাপ রেখে গলতিস

তোকে দেখতাম
তোকে দেখতাম
আমি মনের আরামে শিল্পীর মত
ক্যানভাসে তোকে আঁকতাম

0 comments:

Post a Comment