কাছে যাওয়া ভুল হতে পারে ভেবে,
দাঁড়িয়ে থাকি এখানটায়,
তোমার ওখানে সিঁদুর রঙের দুপুর
আমি আছি পড়ন্ত বিকেল বেলায়।
তুমি এসেছিলে হঠাৎ হাওয়ার মতো
আমার এই বিকেল বেলার রোদ্দুরে,
গোলাপের পাপড়ি উড়িয়ে দিয়ে
ঢেকেছিলে ভালো লাগার চাদরে।
তোমার ছিল নীল আকাশের নীল
আমার শুধু শেষ বিকেলের আলো
তাই দিয়ে কবিতা লিখবে বলে
আমায় তুমি অযথা বাসলে ভালো।
সেই কবিতা ভুলে গেছ তুমি ,
সিঁদুর রঙের দুপুর বেলার লোভে।
বিকেল তোমাকে টানেনা আর জানি
তুমি বদলে গেছ সেই কবে।।
0 comments:
Post a Comment