Sunday, 23 February 2020

লাজুক- শ্রীজাত

তুমি তো হেঁটে যাবে শহুরে পথে
আকাশে খসে যাবে তারা
মেঘেরা জেনে যাবে এমনও ঘটে
বৃষ্টি হবে দিশেহারা।

তুমি তো ভিজে যাবে ভেতরে, একা
ঠোঁটেরা মেপে নেবে হাসি
আমারও কাছ থেকে হরিণী দেখা
আমিও জল খেতে আসি।

তুমি তো ভেবেছিলে প্যারিসে বিকেল
বৃষ্টি হবে ক্যাফে ঘিরে...
আমার দিন সবই হয়েছে ফিকে
তুঙ্গভদ্রার তীরে।

তবুও দেখা হবে শহুরে পথে
তারার কুচি রেখো পায়ে
মেঘের বিয়ে হবে বৃষ্টিমতে
পালকি যাবে দূর গাঁয়ে

তুমিও ফিরে যেও সন্ধে হলে।
বর্ষা পায়ে পায়ে বাজুক...
ডেকেছ অসময়ে 'ফাগুন' বলে,
তোমাকে নাম দেব লাজুক।

0 comments:

Post a Comment