Thursday, 20 February 2020

নূরুল হক

যে তিনটি কথা আমি
বলে গেছি
গোপনে তোমাকে
জীবনের দাগ ধরে
পথের ধুলোয়
তাই তুমি রুয়ে দিয়ো নানাঘাটে।

যদি কোনদিন এরা বৃক্ষ হয়,
পাতায় পাতায়
জল থাকবে,  চোখ থাকবে
আর থাকবে তোমার হৃদয়।

0 comments:

Post a Comment