Thursday, 20 February 2020

শেষ মনোহর- আবুল হাসান

সে আমার পাশে শুয়েছিল, বাশির মতোন বিবসনা !
তাকে আমি দেখেছিলুম কাঁদতে গুণীর হাতের বেহালার মতো

আর মাত্র কিছুক্ষণ : এর মধ্যে নক্ষত্র ফুরোবে :
এর মধ্যে শেষ হবে আমাদের আলিঙ্গন আমাদের অনিদ্র চুম্বন !

পাতলা ঝাউয়ের মতো কেঁপে উঠলো কন্ঠ তার
কেন তুমি এইভাবে, এরকম দিলে ?

সন্তের শূন্যতা নিয়ে পাশ ফিরে শুই- একা শুই !

সে আমাকে হঠাৎ উন্নত স্বরে বলে ওঠে ''অহিংস ঘাতক !''

বটেই তো, না হলে কি আমি আজ তার মতো কাঁদি ?

0 comments:

Post a Comment