Tuesday, 25 February 2020

এ পৃথিবী জানে- সুনীল গঙ্গোপাধ্যায়

এ পৃথিবী জানে কারো কারো বুক শূন্য
এ পৃথিবী জানে কেউ ভ্রমরের খুনি
কেউ অবেলায় বিজনে হারায়, বিষণ্ণ বালিয়াড়ি
এ পৃথিবী জানে, মানুষে মানুষে
                    আজও চেনাশুনো হয়নি।

0 comments:

Post a Comment