Monday, 15 January 2018

রাতভোরে বৃষ্টি- ওয়াসিকা নুযহাত

বৃষ্টির জলে তুমি এঁকেছিলে মুখ
লেখা আছে ডায়রীতে রুপোলী অক্ষরে
ছড়ানো গোলাপের পাঁপড়ি
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে ;
সাদা মেঘ নিরুদ্দেশ ,আঁধার আকাশে
দমকা হাওয়ায় ছিল রিমঝিম সুর
সোদা মাটির ঘ্রাণ ,মাতাল চারপাশ
তুমি আমি একাকার ,হৃদয়ে ভাংচুর !!!
লেখা আছে সেই রাত রুপোলী অক্ষরে
সেদিনও বৃষ্টি ছিল এমন ,রাতভোরে

0 comments:

Post a Comment